বাজেট 2025

State budget 2025 | বিধানসভায় পেশ হলো ২০২৫-২০২৬ অর্থবছরের রাজ্য বাজেট, কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করলো রাজ্য?

State budget 2025 | বিধানসভায় পেশ হলো ২০২৫-২০২৬ অর্থবছরের রাজ্য বাজেট, কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করলো রাজ্য?
Key Highlights

আজ বিধানসভায় ২০২৫ এবং ২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে তুলে ধরা হলো ‘পথশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর মতো জনগণকেন্দ্রীক প্রকল্পগুলো। এছাড়াও একগুচ্ছ নতুন প্রকল্পের জন্যে অর্থ বরাদ্দও হলো। বাড়লো সরকারি কর্মচারীদের DA ও। রাজ্যের পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে কোন কোন খাতে বরাদ্দ অর্থ আদায় করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , দেখে নিন একনজরে।

আজ বিধানসভায় ২০২৫ এবং ২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে তুলে ধরা হলো ‘পথশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর মতো জনগণকেন্দ্রীক প্রকল্পগুলো। এছাড়াও একগুচ্ছ নতুন প্রকল্পের জন্যে অর্থ বরাদ্দও হলো। বাড়লো সরকারি কর্মচারীদের DA ও। রাজ্যের পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে কোন কোন খাতে বরাদ্দ অর্থ আদায় করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , দেখে নিন একনজরে।

১) মহিলা, শিশুবিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ = এবারের বাজেট মহিলা ও শিশু কেন্দ্রিক। মহিলা, শিশুবিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের জন্য বাজেটে ব্বরাদ্দ হলো ৩৮ হাজার ৭৬২.০৩ কোটি টাকা।

২) DA = রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর। তাঁদের DA বাড়ল ৪%। ২০২৫ সালের ১ এপ্রিল রাজ্যের সরকারি কর্মীরা মোট ১৮% DA পাবেন।

৩) ঘাটাল মাস্টারপ্ল্যান = ঘাটাল মাস্টারপ্ল্যানে ৫০০ কোটি বরাদ্দ করলো রাজ্যসরকার। ২ বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান।

৪) লক্ষীর ভান্ডার = বাজেটে বাড়েনি লক্ষীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ।

৫) পথশ্রী প্রকল্প = গ্রামে পাকা রাস্তা তৈরির জন্যে পথশ্রী প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে।

৬) নদী বন্ধন = 'নদী বন্ধন' নামক নতুন প্রকল্পে বরাদ্দ হলো ২০০ কোটি টাকা।

৭) বাংলার বাড়ি প্রকল্প = অতিরিক্ত ১৬ লক্ষ বাড়ি বানানোর জন্যে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৯৬০০ কোটি টাকা বরাদ্দ করা হলো বাজেটে।

৮) গঙ্গাসাগর সেতু = গঙ্গাসাগর সেতু চারটি লেন করার প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এই সেতুর দৈর্ঘ্য ৪.৭৫ কিলোমিটার।

৯) অঙ্গনওয়াড়ি কর্মী = ৭০ হাজার আশা কর্মী ও ১ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দেবে সরকার।

১০) বিদ্যুৎ বিভাগ = ডেউচা পাচামি থেকে যে কয়লা উত্তোলন হবে তা আগামী ১০০ বছর বিদ্যুৎ সরবরাহে কাজে লাগবে। সেক্ষেত্রে আগামীতে বিদ্যুতের দাম সস্তা হতে পারে , বাড়তে পারে কর্মসংস্থানও। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এছাড়াও এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যে ২ কোটি চাকরি তৈরি হয়েছে, বেকারত্ব কমেছে ৪০%। রাজ্যের নিজস্ব কর আদায় বেড়েছে চারগুণ। ৯০ হাজার কোটি টাকা হয়েছে কর আদায়ের পরিমাপ। তবে ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যের রাজস্ব ঘাটতি বেড়ে হয়েছে ৪৩২৬১.৬৭ কোটি টাকা। রাজ্যের জিএসডিপি ১৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।


Tsunami | বঙ্গোপসাগরে দেড় ঘণ্টার মধ্যে ৪টি ভূমিকম্প! সুনামি সতর্কতা জারি চিন-কোরিয়া-ভিয়েতনাম-নিউজিল্যান্ডেও!
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Kolkata Metro | কলকাতা মেট্রোর ব্লু লাইনে টেকনিক্যাল ফল্ট! ব্যাহত কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা!
Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
GST in UPI | UPI এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST? কী বলছে কেন্দ্র?
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo