খেলাধুলা

Kolkata Derby | পিছিয়ে গেল ১০ই মার্চের মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল! চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল কলকাতা ডার্বি!

Kolkata Derby | পিছিয়ে গেল ১০ই মার্চের মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল! চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল কলকাতা ডার্বি!
Key Highlights

পিছিয়ে গেল ১০ই মার্চের মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডার্বি। তৃণমূল কংগ্রেসের সমাবেশের কারণে নিরাপত্তার সমস্যার কথা জানানো হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে।

আশঙ্কাই হলো সত্যি। বাতিল হল ১০ই মার্চ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল (Mohun Bagan vs East Bengal)  ডার্বি ম্যাচ।  আইএসএল ম্যাচ তালিকা ২০২৩-২৪ (ISL Match List 2023-24) অনুযায়ী আগামী ১০ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। তবে সেদিনই ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশ রয়েছে। এই পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ে ডার্বি। এবার বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিয়ে জানানো হয়েছে বাতিল কলকাতা ডার্বি (Kolkata Derby)।

উল্লেখ্য, ২০২৩ সালে আইএসএল-এর প্রথম পর্বের সময় ডার্বি পিছিয়ে গিয়েছিল। সেবার ওডিআই বিশ্বকাপের জন্য পিছিয়ে যায়। কারণ ডার্বির দিন শহরে পা দেওয়ার কথা ছিল পাকিস্তান দলের আর ডার্বির পরের দিন ছিল বাংলাদেশের ম্যাচ। তাই সেই সময় ডার্বি পিছিয়ে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিতীয় পর্বেই আয়োজিত হবে দুটো ডার্বি। সেই হিসেবে প্রথম ডার্বিটা সুপার কাপের পরে আয়োজিত হয়। ৩ ফেব্রুয়ারি যেই ম্যাচটা ২-২ গোলে ড্র হয়। এদিকে ফিরতি ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল ১০ই মার্চ। এবার সেটাও পিছিয়ে গেল। 

সূত্রের খবর, ডার্বিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তাই ওইদিন যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল (Mohun Bagan vs East Bengal) অর্থাৎ ডার্বি আয়োজিত হবে না। রাজ্যের শাসকদল ব্রিগেড সমাবেশ ঘোষণা করার পরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা জানিয়ে দিয়েছিলেন, ৯ এবং ১০ মার্চ ডার্বির জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশের ব্যবস্থা করা সম্ভব হবে না। এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। শুক্রবার আরও এক বার বিধাননগর পুলিশ এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে আলোচনা হয়। সেখানেও পুলিশের পক্ষ থেকে ওই দু’দিন তাদের অসুবিধার কথা জানিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাব তাকিয়ে রয়েছে সরকারের দিকে।

১০ মার্চ একান্তই আইএসএলের ফিরতি ডার্বি যুবভারতীতে আয়োজন করা না গেলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। একাধিক বিকল্পের কথা জানা গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে। ১০ তারিখের পরিবর্তে মার্চের শেষ দিকে হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। আবার দিন পরিবর্তন না করে অন্য রাজ্যে সরিয়ে নেওয়া হতে পারে ম্যাচটি। বিষয়টি নিয়ে আইএসএলের পরিচালন সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন আয়োজক ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এদিকে বিকল্প ভাবনা চললেও ইস্টবেঙ্গল কর্তাদের আশা সমস্যা মিটে যাবে। আশা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করতে পারেন বাংলার ফুটবলপ্রেমীদের কথা ভেবে। কলকাতা ডার্বি অন্য রাজ্যে হলে দু’দলের সদস্য-সমর্থকেরা মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবেন। তাই যুবভারতীতেই ম্যাচ আয়োজন করার পক্ষে লাল-হলুদ কর্তারা।

এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল আইএসএল কলকাতা ডার্বি (Kolkata Derby)। তবে ডার্বি পিছিয়ে গেলে সেটা কবে আয়োজিত হবে সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।


Sunil Chhetri Retirement | আবেগঘন ভিডিয়োবার্তা দিয়ে অবসরের ঘোষণা! ফিরে দেখা ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর ২১ বছরের বর্ণময় ফুটবল জীবন!
Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali