West Bengal Weather | তীব্র তাপদাহ থেকে সাময়িক স্বস্তি! রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! হতে পারে সামান্য বৃষ্টিও!

Monday, April 8 2024, 6:23 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে।


অবশেষে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে বঙ্গ। রবিবার বদলাতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

যে সাত জেলাকে কালবৈশাখীর জন্য সতর্ক করা হয়েছে, সেগুলি হল দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমান। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু রবিবার ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সে ক্ষেত্রে দহনজ্বালা থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ।

Trending Updates

তবে শনিবারও গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি পাচ্ছেন না কলকাতাবাসী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শনিবারও তাপপ্রবাহ চলবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সারা দিনই গরম-যন্ত্রণা  কলকাতায়। তবে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমে হাঁসফাঁস করা মানুষ চাতকের মতো সেই বৃষ্টির প্রত্যাশায় রয়েছেন।

 পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, রবি এবং সোমবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়াতেও হতে পারে বৃষ্টি। যে সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেখানে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এত দিন বাতাসে জলীয় বাষ্পের অভাবে এবং পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং গরম বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না বলে জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু ঘূর্ণাবর্তের জেরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

 দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। কয়েকদিন আগেই দুর্যোগ নেমে এসেছিল উত্তরবঙ্গের বুকে। আগামী কয়েকদিন সেখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি, রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে। অন্যদিকে, গোয়া, কর্নাটক, তামিলনাডু এবং পন্ডিচেরিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ওডিশা, ঝাড়খণ্ডে এদিন থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, ত্রিপুরাতে আগামী কয়েকদিন হতে পারে বৃষ্টিপাত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File