Nabanna Abhijan | বদলানো হয়েছে ইনজুরি রিপোর্ট! বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের
Sunday, August 10 2025, 1:53 pm

তিলোত্তমার মায়ের ইনজুরি রিপোর্টের বয়ান নিয়েই বিস্তর অসঙ্গতি। অভিযোগ, হাসপাতালের তরফ থেকে বদল করে দেওয়া হয়েছে মেডিক্যাল রিপোর্ট।
নবান্ন অভিযানে পুলিশ জনতা সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন তিলোত্তমার মা। হাসপাতাল থেকে ফিরেই ইনজুরি রিপোর্ট নিয়ে বিস্ফোরক তিলোত্তমার মা বাবার। তিলোত্তমার বাবা জানিয়েছেন, “যে রিপোর্টটা রবিবার আমাকে দেখিয়েছিল, যেটায় আমার থেকে সই নিয়েছিল, সেটায় যা লেখা ছিল, আজ যেটা আমার হাতে তুলে দিচ্ছে, সেটা অন্যরকম। সেটায় অন্য কিছু লেখা রয়েছে। যেমন আজ রিপোর্টে বলছে, একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটছে। পুলিশ যে মেরে ঘটিয়েছে, সেটার উল্লেখ নেই। একটা এফআইআর করতে হবে।” তাঁর অভিযোগ, ইনজুরি রিপোর্ট বদলে দিয়েছে হাসপাতাল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নবান্ন অভিযান
- নবান্ন
- নবান্ন
- কলকাতা পুলিশ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আহত
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল