India-Pakistan | আরব সাগরে যুদ্ধ মহড়ায় ভারত-পাক! মহড়ার ব্যবধান মাত্র ৬০ নটিক্যাল মাইল!
Monday, August 11 2025, 6:35 am
 Key Highlights
Key Highlightsআজ, সোমবার আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে ভারতের নৌসেনা! একইদিনে আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে পাক নৌসেনাও।
অপারেশন সিঁদুরের পর ফের যুদ্ধের পারদ চড়তে শুরু করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আজ, সোমবার আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে ভারতের নৌসেনা! একইদিনে আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে পাক নৌসেনাও। সেনা সূত্রে খবর, দুই দেশের এই যুদ্ধ মহড়ার মধ্যে ব্যবধান থাকছে মাত্র ৬০ নটিক্যাল মাইল। আগামী অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত চলবে এই মহড়া। নৌসেনার এই মহড়া চলাকালীন সংশ্লিষ্ট আকাশসীমায় বিমান ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-  Related topics - 
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- ভারতীয় নৌবাহিনী
- পাকিস্তান
- আরব সাগর

 
 