Terrorist Attack | বাংলাদেশে ISI ষড়যন্ত্র, ভারতে হামলার আশঙ্কা! স্বাধীনতা দিবসের আগেই সতর্ক করলো IB

Sunday, August 10 2025, 2:50 am
highlightKey Highlights

জঙ্গি হামলার আশঙ্কায় স্বাধীনতা দিবসের আগে বড়সড় সতর্কবার্তা জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো।


হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে জারি অচলাবস্থা। বহু কট্টর জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে। স্বাধীনতা দিবসের আগেই কড়া নিরাপত্তা জারি হয়েছে দেশজুড়ে। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI বাংলাদেশ ভিত্তিক কিছু জঙ্গি সংগঠনকে দিয়ে ভারতে হামলার ষড়যন্ত্র করছে। গোয়েন্দা সূত্রে দাবি, JMB জঙ্গি সংগঠন অসমের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সক্রিয়। হরকত উল জিহাদি ইসলামি এবং আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটও বেশ বিপজ্জনক। ফলে উত্তর পূর্বের রাজ্য এবং পশ্চিমবঙ্গে নিরাপত্তা কড়া করার নির্দেশ দিয়েছে আইবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File