মা হতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী! অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা

Friday, December 2 2022, 5:02 pm
highlightKey Highlights

৪১ পেরিয়ে আবারও মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন স্বস্তিকা মুখার্জি! খবরটির সত্যতা জেনে নেওয়া যাক


টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো বিস্ফোরণ ঘটানোর মতো পোস্ট করেন। এবার ও তার অন্যথা হলো না, সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রির এই সুন্দরী অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যা দেখেই বিষম খাচ্ছেন নেটিজেনরা।

স্বস্তিকা নাকি মা হতে চলেছেন! ৪১ বছরে কী সত্যিই স্বস্তিকার কোল আলো করে আসছে দ্বিতীয় সন্তান

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি বেবিবাম্প নিয়ে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। বেবি বাম্প সমেত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের একটি সেলফি তুলেছেন স্বস্তিকা। বর্তমানে অভিনেত্রীর বয়স ৪১ বছর। তার একটি ১৯ বছরের মেয়েও রয়েছেন। এখন কি তবে দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী?

Trending Updates

স্বস্তিকার এই ছবি দেখে নিজেদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, তবে কি এবার সুখবর এল? সুখবর মানে সন্তান আগমনের কথাই বলতে চাইছেন তারা। স্বস্তিকার স্ফীতোদর দেখে তেমনটাই আন্দাজ করে নিচ্ছেন সকলে।  স্বস্তিকার এই সোশ্যাল মিডিয়া পোস্ট কার্যত আলোড়ন সৃষ্টি করছে।

অবশেষে ফাঁস হল স্বস্তিকার বেবি বাম্পের আসল রহস্য। স্বস্তিকা নন, গর্ভবতী হয়েছেন উর্মিলা। কে এই উর্মিলা? উর্মিলা আসলে স্বস্তিকার আসন্ন ছবি কালার একটি চরিত্র। এই ছবিতে স্বস্তিকা একজন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করবেন। তাই তিনি উর্মিলার সাজে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন জন্ম হল উর্মিলার।

একসঙ্গে অনেকগুলি ছবি এই পোস্টটিতে শেয়ার করেছেন অভিনেত্রী। তার মধ্যে নজর কাড়ছে বেবিবাম্প সমেত তার এই সেলফি এবং জাঙ্ক জুয়েলারি পরে কাশ্মীরিদের সাজে তোলা ছবিগুলো। উর্মিলাকে এই সাজে দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। তারা লিখছেন স্বস্তিকাকে একদম কাশ্মীরী সুন্দরীদের মত দেখতে লাগছে। কেউ লিখছেন, “স্বস্তিকা মানেই রূপের স্বস্তি, দারুণ থাকো, তুমি আমাদের গর্ব।”





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File