Asian Games Indian Football Team | ক্লাবের আগে দেশ! সুনীল ছেত্রীর নেতৃত্বেই এশিয়ান গেমসে নামবে ভারত!

Monday, September 18 2023, 7:51 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ফুটবলের সময়কালেই আইএসএল-এর সূচি থাকায় সুনীল ছেত্রী,সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুকে ছাড়া নিয়ে ক্লাব এবং জাতীয় দলের মধ্যে শুরু হয়েছিল লড়াই। সব শেষে এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের জন্য এগিয়ে আসেন সুনীল ছেত্রী।


এশিয়ান গেমস ফুটবল (Asian Games Football) এবং আইএসএল (ISL) এর সময়সূচি একই হওয়ায় রীতিমতো জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির লড়াই চলছে খেলোয়াড়দের নিয়ে। সুনীল ছেত্রী (Sunil Chhetri), সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে (Gurpreet Singh Sandhu) এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলে (Asian Games Indian Football Team) দেখা যাবে না বলেই রটে ছিল খবর। যার ফলে এশিয়ান গেমস ফুটবলে (Asian Games Football) জাতীয় টিমের পারফর্মেন্স, টিম নিয়ে বেশ চিন্তায় পরে গিয়েছিল সম্পর্কিত মহল। তবে ক্লাব না ছাড়লেও, দেশের জন্য নিজেই এগিয়ে এসেছেন ছেত্রী। এশিয়ান গেমস খেলতে যাচ্ছেন সুনীল ছেত্রী। 

 সুনীল ছেত্রীর নেতৃত্বেই এশিয়ান গেমসে নামবে ভারত
 সুনীল ছেত্রীর নেতৃত্বেই এশিয়ান গেমসে নামবে ভারত

সুনীল ছেত্রীকে অধিনায়ক হিসাবে রেখেই এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল(Indian Football Team Asian Games) ঘোষণা করল ফেডারেশন। মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তাতে সুনীল ছেত্রী ছাড়া নিয়মিত জাতীয় দলের আর কোনও তারকা নেই। এশিয়ান গেমস ফুটবল (Asian Games Football) -এ ভারতীয় দলে রয়েছেন : গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠী , নরেন্দ্র গেহলট, অমরজিত সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবি, আয়ুশ দেব ছেত্রী, ব্রিস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিনসি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

Trending Updates
সুনীল ছেত্রীকে অধিনায়ক হিসাবে রেখেই এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল
সুনীল ছেত্রীকে অধিনায়ক হিসাবে রেখেই এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল

উল্লেখ্য, এশিয়ান গেমস ফুটবল (Asian Games Football) অনূর্ধ্ব-২৩ ফরম্যাটে খেলা হয়। তবে তিনজন সিনিয়র ফুটবলারকে সেই দলে রাখা যায়। সেই অনুযায়ী প্রথমে ঠিক ছিল, এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলে (Indian Football Team Asian Games) তিন সিনিয়র হবেন সুনীল ছেত্রী, সন্দেশ জিংঘান এবং গুরপ্রীত সিং। কিন্তু খেলোয়াড় ছাড়তে চায়নি ক্লাব। গত মাসে যে ২২ জনের দল ঘোষণা করা হয়েছিল তার মধ্যে মোট ১৩ জন ফুটবলারকে ছাড়তে রাজি হয়নি ক্লাবগুলি। যেহেতু এশিয়ান গেমস যেহেতু ফিফার স্বীকৃত টুর্নামেন্ট নয়, তাই ফেডারেশনও ক্লাবগুলিকে জোর করতে পারেনি। 

এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমস ফুটবলে খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা! খেলতে হবে আইএসএল-এ!

এশিয়ান গেমস ফুটবল এবং আইএসএল-র সময়সূচি একই হওয়ায় রীতিমতো জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির লড়াই চলছিল খেলোয়াড়দের নিয়ে
এশিয়ান গেমস ফুটবল এবং আইএসএল-র সময়সূচি একই হওয়ায় রীতিমতো জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির লড়াই চলছিল খেলোয়াড়দের নিয়ে

তবে এশিয়ান গেমস ফুটবলে (Asian Games Football) দেশের জন্য এগিয়ে এসেছেন সুনীল ছেত্রী।  ভারত অধিনায়কের মতে, সব সময় দেশকেই এগিয়ে রাখা উচিত। ভারতীয় দলের অনুশীলনের জন্য আগে থেকে ফুটবলারদের নিয়ে শিবির করাতে চেয়েছিলেন কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। কিন্তু অনেক ক্লাবই ফুটবলার ছাড়তে রাজি হয়নি। সুনীল এগিয়ে এলেও, কাল্ব ছাড়েনি সন্দেশ জিংঘান এবং গুরপ্রীত সিং-কে।

  তৃতীয় বার এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে নামবেন  সুনীল ছেত্রী
  তৃতীয় বার এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে নামবেন  সুনীল ছেত্রী

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর ধরে দেশের হয়ে খেলছেন সুনীল ছেত্রী। ৩৯ বছরের এই ফুটবলার তৃতীয় বার এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের (Indian Football Team Asian Games) হয়ে খেলতে নামবেন। তবে সুনীল ছেত্রীর এটা শেষ এশিয়ান গেমস। ২০০৬ সালে প্রথম বার খেলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। ভাইচুং ভুটিয়ার (Baichung Bhutia) নেতৃত্বে সেবার খেলেছিল ভারত। বব হাউটন (Bob Houghton) ছিলেন কোচ। সে বার হংকংয়ের (Hong Kong) সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। পরে মলদ্বীপের (Maldives) বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল এবং ইরানের (Iran) কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল। গ্রুপ পর্ব থেকেই সে বার বিদায় নিতে হয় ভারতকে। ২০১৪ সালে ছেত্রীর নেতৃত্বেই খেলেছিল ভারত। সে বারও গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় ভারতের এশিয়ান গেমস যাত্রা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File