Asian Games | এশিয়ান গেমসে খেলবে টিম ইন্ডিয়া! পুরুষ ও মহিলা ফুটবল টিমের জন্য বিশেষ ছাড়পত্র কেন্দ্রের!

Thursday, September 14 2023, 3:13 pm
highlightKey Highlights

এশিয়ান গেমসে খেলার অনুমতি পেলো সুনীলরা। পুরুষ ও মহিলা উভয় ফুটবল দলই খেলবে এশিয়ান গেমসে। টুইট করে জানালেন ক্রীড়ামন্ত্রী।


অবশেষে আশার আলো দেখতে চলেছে ভারতের ফুটবল খেলোয়াড়রা। এশিয়ান গেমসে (Asian Games) খেলবেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এশিয়ান গেমসে খেলার সুযোগ পেতে চলেছেনা ভারতের মহিলা ফুটবল দলও (Indian Women's Football Team )। এশিয়ান গেমসে খেলার বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আজ অর্থাৎ ২৬শে জুলাই, বুধবার বিকেল নাগাদ এই সুখবর টুইট করে জানালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Sports Minister Anurag Thakur)।

 এশিয়ান গেমসে খেলবেন সুনীল ছেত্রীরা
 এশিয়ান গেমসে খেলবেন সুনীল ছেত্রীরা

সম্প্রতি গোটা বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করেছেন দেশের ফুটবল খেলোয়াড়রা। সুনীলরাই চ্যাম্পিয়ন হয়েছেন পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এরপর সুনীল ছেত্রীর আবেদন, এশিয়ান গেমসে খেলা ভারতের ফুটবল টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দল যত বেশি টুর্নামেন্ট খেলবে ততবেশি উন্নতি করবে। এরপর সেই কথা মতোই এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান ভারতের ফুটবলের এই সুখবর। টুইট করে তিনি লেখেন, দেশের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের পারফরম্যান্স দেখে এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে।

  এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল সম্পর্কে আরও পড়ুন : ক্লাবের আগে দেশ! সুনীল ছেত্রীর নেতৃত্বেই এশিয়ান গেমসে নামবে ভারত!

এশিয়ান গেমসে খেলার সুযোগ পেতে চলেছেনা ভারতের মহিলা ফুটবল দলও
এশিয়ান গেমসে খেলার সুযোগ পেতে চলেছেনা ভারতের মহিলা ফুটবল দলও

আমাদের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে। বর্তমান সময়ে তাদের পারফরম্যান্স দেখে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে। আমি নিশ্চিত দল এবার নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর 
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান ভারতের ফুটবলের সুখবর
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান ভারতের ফুটবলের সুখবর

উল্লেখ্য, ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (Olympic Association of India) সিদ্ধান্তের জন্য এবার সুযোগ পাচ্ছিল না ফুটবল দল।বিভিন্ন মহল থেকে দাবি করা হলেও তা মানা হচ্ছিল না। অবশেষে এআইএফএফ (AIFF) প্রধান কল্যাণ চৌবে (AIFF Chief Kalyan Choubey) অনুরাগ ঠাকুর, অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকে বসে ভারতীয় দলকে সুযোগ দেওয়ার জন্য আবেদন করেন। এর আগে এশিয়াডে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে আরজি জানিয়েছিলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)।

৩ জন সিনিয়র প্লেয়ার নিয়ে এআইএফএফ-র  পক্ষ থেকে পুরুষ দল তৈরি করা হয়েছে
৩ জন সিনিয়র প্লেয়ার নিয়ে এআইএফএফ-র পক্ষ থেকে পুরুষ দল তৈরি করা হয়েছে

এশিয়া গেমসে ভারত খেলবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের কাছে সময় ছিল ২৬ তারিখ অর্থাৎ আজ পর্যন্ত। সময়সীমার শেষ দিনেই ভারতের ফুটবলারদের জন্য সুখবর দিলেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই, এআইএফএফ-র  পক্ষ থেকে পুরুষ দল তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই দলে রয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri), গুরপ্রীত সিং সাধু (Gurpreet Singh Sandhu) ও সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan) নিয়ে ৩ জন সিনিয়র প্লেয়ার এবং বাদ বাকি অনূর্ধ্ব ২৩ দলের প্লেয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File