Asia Cup Final | শ্রীলঙ্কাকে এশিয়া কাপে হারিয়ে এবার 'পাখির চোখ' বিশ্বকাপ! এশিয়া কাপ ফাইনালে কী কী নজির গড়লো টিম ইন্ডিয়া?

Monday, September 18 2023, 7:55 am
highlightKey Highlights

২৬৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারালো এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া। অষ্টম বারের জন্য এশিয়া কাপ জয় এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ এর।


শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বারের জন্য এশিয়া কাপ ফাইনাল  (Asia Cup Final) জিতলো 'মেন্ ইন ব্লু' অর্থাৎ এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ (Asia Cup India Squad 2023)। ২৬৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ১০ উইকেটে হারাল এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া (Asia Cup Squad India)। অষ্টমবারের জন্য এশিয়া কাপ ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে ২৩ বছর পুরনো হারের জ্বালা এই জয়ের মাধ্যমেই যেন মেটালো এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া (Asia Cup Squad India) ক্রিকেট টিম।

অষ্টম বারের জন্য এশিয়া কাপ ফাইনাল জিতলো  এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া
অষ্টম বারের জন্য এশিয়া কাপ ফাইনাল জিতলো  এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া

চলতি এশিয়া কাপে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যার ফলে বহু টালবাহানার পর হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজিত হয়েছে। মোট ১৩টি ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কা (Sri Lanka) উভয় দেশেই খেলা হয়েছে। পাকিস্তান লেগের ম্য়াচে বৃষ্টি কোনও প্রভাব না ফেললেও। শ্রীলঙ্কা প্রায় প্রতিটি ম্যাচেই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তা সত্ত্বেও, একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ আয়োজিত হয়েছে। প্রবল বৃষ্টি সত্ত্বেও, ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ব্যতীতে আর কোনও ম্যাচ বাতিল হয়নি। এর জন্য গোটা কৃতিত্বটাই মাঠকর্মীদের। তাঁরাই অক্লান্ত পরিশ্রম করে এত বৃষ্টি সত্ত্বেও দ্রুত মাঠগুলিকে খেলার উপযোগ্য করে তুলেছেন। এর পুরস্কারস্বরূপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি জয় শাহ (Jai Shah) ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের ৫০ হাজার আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১.৫৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Trending Updates
শ্রীলঙ্কাকে (SriLanka) ১০ উইকেটে হারাল এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ 
শ্রীলঙ্কাকে (SriLanka) ১০ উইকেটে হারাল এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ 

বৃষ্টির মধ্যেই একের পর এক ম্যাচ পেরিয়ে অবশেষে এশিয়া কাপ ফাইনাল টিমস (Asia Cup Final Teams) হিসেবে ওঠে শ্রীলঙ্কা ও ভারত। রবিবার  কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (Premadasa Stadium in Colombo) এশিয়া কাপ ফাইনাল (Asia Cup Final) আয়োজিত হয়। তবে দর্শক থেকে শুরু করে খেলোয়াড় সকলেই ভেবেছিলেন দীঘক্ষণের হবে এই ম্যাচ। কিন্তু 'চোখের পলকেই' শেষ হয়ে যায় খেলা। ছিল ৫১ রানের টার্গেট।  মাত্র ৬.১ ওভারে ৫১-০ তুলে ম্যাচ বের করে নেয় এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ (Asia Cup India Squad 2023) । নট আউট থেকে যান শুভমান গিল (Shubman Gill ) আর ঈশান (Ishan)।

মাত্র ৬.১ ওভারে ৫১-০ তুলে ম্যাচ বের করে নেয় এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩
মাত্র ৬.১ ওভারে ৫১-০ তুলে ম্যাচ বের করে নেয় এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩

প্রসঙ্গত, এশিয়া কাপের শুরুতে একটু নড়বড়ে দেখালেও যত প্রতিযোগিতা এগিয়েছে তত দাপট দেখিয়েছে এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া (Asia Cup Squad India) এর ক্রিকেটাররা। বল হাতে রীতিমতো খেলার মাঠে নজির গড়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছে এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ (Asia Cup India Squad 2023)। ১০ উইকেটে ম্যাচ জিতেছে দেশ।

 প্রতিযোগিতা এগিয়েছে তত দাপট দেখিয়েছে ইন্ডিয়া
 প্রতিযোগিতা এগিয়েছে তত দাপট দেখিয়েছে ইন্ডিয়া

এশিয়া কাপ ফাইনালে এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ কী কী নজির গড়েছে? । What is the precedent set by Asia Cup India Squad 2023 in the Asia Cup Final?

  •  মাত্র ১২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। এর আগে ভারতের বিরুদ্ধে কোনও দল এত কম রানে নিজেদের ৫ উইকেট হারায়নি।
  • ১২ রানেই নিজেদের ষষ্ট উইকেট হারায় শ্রীলঙ্কা। এর আগে কোনও দল প্রথমে ব্যাট করে এত কম রানে ৬ উইকেট হারায়নি।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ হয়েছে সিরাজের। নিজের ১০০২তম বলে ৫০ উইকেট নিয়েছেন তিনি। এটি দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট। এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (Ajanta Mendis)। ৮৪৭তম বলে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি।
  • প্রথম ১০ ওভারেই শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় বোলারেরা। এক দিনের ক্রিকেটে এই প্রথম বার পাওয়ার প্লে-র মধ্যে কোনও দল বিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছে।

এশিয়া কাপ ইন্ডিয়া স্কোয়াড ২০২৩ সম্পর্কে পড়ুন : 'খলনায়ক' বৃষ্টির জেরে ভেস্তে গেলো সুপার ফোরের ভারত-পাক ম্যাচের প্রথম দিন! 

  • এশিয়া কাপে মেন্ডিসের পরে সিরাজই দ্বিতীয় বোলার যিনি কোনও ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সিরাজের এই পরিসংখ্যান সব থেকে ভাল।
  •  ভারতের বিরুদ্ধে ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে এটি তাদের সব থেকে কম রান। এক দিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে এই রান সর্বনিম্ন।
  • এশিয়া কাপে দ্বিতীয় বার প্রতিপক্ষের ১০টি উইকেটই পেসারেরা তুলে নিয়েছেন।
  •  আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে কম ওভারে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে ১৫.২ ওভার ব্যাট করতে পেরেছে তারা।
২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার
২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার
  • এক দিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় পেসারদের মধ্যে সব থেকে ভাল পরিসংখ্যান সিরাজের। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি। শীর্ষে অনিল কুম্বলে। ১৯৯৩ সালে হিরো কাপের ফাইনালে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
  • আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজই প্রথম বোলার যিনি এক ওভারে ৪ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের দ্বিতীয় ওভারেই এই কীর্তি করেছেন তিনি। ৫ উইকেট নিতে মাত্র ১৬টি বল নিয়েছেন সিরাজ। এক দিনের ক্রিকেটে এত কম বলে কোনও বোলার ৫ উইকেট নিতে পারেননি।
  • ভারতের হয়ে খেলা সব থেকে কম বলের এক দিনের ম্যাচ এটি। মাত্র ১২৯ বলে শেষ হয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল।
  • বলের ব্যবধানে ভারতের সব থেকে বড় জয় হয়েছে এশিয়া কাপের ফাইনালে। ২৬৩ বল বাকি থাকতে জিতেছেন এশিয়া কাপ স্কোয়াড ইন্ডিয়া (Asia Cup Squad India )।
  • ভারতই এক মাত্র দেশ যারা এক দিনের ক্রিকেটে দু’টি ফাইনাল ১০ উইকেটে জিতেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতার আগে ১৯৯৮ সালে শারজায় জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ় জিতেছিল ভারত।
ভারতই এক মাত্র দেশ যারা এক দিনের ক্রিকেটে দু’টি ফাইনাল ১০ উইকেটে জিতেছে
ভারতই এক মাত্র দেশ যারা এক দিনের ক্রিকেটে দু’টি ফাইনাল ১০ উইকেটে জিতেছে

উল্লেখ্য, এশিয়া কাপ ফাইনাল-র (Asia Cup Final) পর এবার ভারতের ক্রিকেট টিমের লক্ষ্য বিশ্বকাপ। ২০১১ সালের পরে আবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে। ৫ ই অক্টোবর থেকে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ৮ই অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ই অক্টোবর মুখোমুখি ভারত-পাকিস্তান। এবার এই নিয়েই প্রস্তুতি নিচ্ছে ভারত। সোমবার সকালেই মুম্বইয়ে নেমে নিজের নিজের বাড়ি গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি  (Virat Kohli), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), শ্রেয়স আয়ার (Shreyas Iyer), যশপ্রীত বুমরারা (Jasprit Bumrara)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File