RIP Subrata Saha : হঠাৎ বুকে ব্যথা, ৬৯ বছর বয়সে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার জীবনাবসান!
ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা।
বছর শেষে ফের মৃত্যু সংবাদ। পৃথিবীর মায়া ত্যাগ করে তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী সুব্রত সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
বৃহস্পতিবার সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তাতেও শেষরক্ষা হল না। সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
চিকিৎসকেরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সুব্রত সাহা। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে মুর্শিদাবাদে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এই মর্মে রাজ্য সরকার মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দফতরে বেলা ২টোর পর ছুটি ঘোষণা করেছে।
তাঁর রাজনৈতিক জীবনানুযায়ী, মুর্শিদাবাদে তৃণমূলের সাফল্যের প্রথম মুখ ছিলেন তিনি। তৃণমূলের প্রতীকে মুর্শিদাবাদ থেকে ২০১১ সালে একমাত্র তিনি জয়ী হয়েছিলেন। তার ১০ বছর পর ২০২১-এর সাগরদিঘি থেকে ফের তৃণমূলের প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন সুব্রত সাহা। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে মোট তিন বার নির্বাচিত হয়ে তিনবারই মন্ত্রী হন। বিগত কিছুদিনের জন্য মৎস্য দফতরের দায়িত্বও পালন করেছিলেন। মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন তিনি।
- Related topics -
- রাজ্য
- মন্ত্রী
- শান্তিতে বিশ্রাম