উত্তরে জেলায় জেলায় রেড অ্যালার্ট জারি! সপ্তাহান্তে আবহাওয়ার বিরাট ভোলবদল হতে পারে

Wednesday, June 29 2022, 1:01 pm
highlightKey Highlights

কখনও চড়া রোদ কখনও মেঘ, কিন্তু বৃষ্টি নেই। দিনভর এমন আবহাওয়াই বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।


একটানা ভারী বৃষ্টিতে নাস্তানাবুদ উত্তরবঙ্গ। নির্ধারিত সময়ের আগেই এই বছরে বর্ষা ঢুকেছে বঙ্গে। তবে উত্তরবঙ্গে দাপিয়ে পারফরম্যান্স দেখালেও দক্ষিণে সে বিলম্বিত। শুরু থেকে উত্তরের জেলাগুলি একটানা ভারী বৃষ্টিতে ভিজছে প্রায় গোটা মরশুমেই। টানা বৃষ্টির জেরে দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জারি লাল সতর্কতা।

বুধবারেও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কখনও চড়া রোদ, কখনও মেঘ। কিন্তু বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনভর এমন আবহাওয়াই বজায় থাকবে। বিকেলের দিকে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুন: West Bengal: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

অন্যদিকে অতিভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গ ভাসছে। বুধবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে এই জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File