Sourav Ganguly | ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সবুজ সংকেত 'মহারাজে'র!

Wednesday, May 24 2023, 6:58 am
highlightKey Highlights

ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ সৌরভ গাঙ্গুলির। বাড়িতে এসে দেখা করলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী, টুইটে উচ্ছাস প্রকাশ মুখ্যমন্ত্রীর।


ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Tripura's Brand Ambassador) হবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, ত্রিপুরার পর্যটন দফতরের (Tripura's Tourism Department) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি।

 ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন সৌরভ
ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন সৌরভ

দিন কয়েক আগেই 'মহারাজ'কে এই প্রস্তাব দেওয়া হয় বিজেপি (BJP) শাসিত রাজ্য ত্রিপুরার তরফ থেকে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সেই প্রস্তাবেই গতকাল অর্থাৎ ২৩সে মে মঙ্গলবার সবুজ সংকেত দেন সৌরভ।

আগামী মাস থেকেই ত্রিপুরা সরকার সৌরভকে নিয়ে তাদের কাজ শুরু করবে
আগামী মাস থেকেই ত্রিপুরা সরকার সৌরভকে নিয়ে তাদের কাজ শুরু করবে

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় (Kolkata) আসেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী (Sushant Chowdhury)। এরপর ত্রিপুরা সরকারের (Tripura Government) তরফ থেকে দেওয়া প্রস্তাব গ্রহণ করার পর 'দাদা'র বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী। পাশাপাশই জানা গিয়েছে,  ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা (Uttam Kumar Chakma) এবং ওই দফতরের শীর্ষ আধিকারিক তপনকুমার দাসও (Tapan Kumar Das)। 

মঙ্গলবার বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাব গ্রহণ করেন সৌরভ
মঙ্গলবার বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাব গ্রহণ করেন সৌরভ

এদিন সৌরভের সঙ্গে দেখা করে ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং আমলারা তাঁর হাতে তুলে দেন ত্রিপুরা সুন্দরী মন্দিরের (Sundari Mandir) একটি ছোট্ট মডেল। এরপর খুশি প্রকাশ করে টুইট (Tweet) করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura Chief Minister Manik Saha )। টুইটারে তিনি লেখেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করে তিনি অত্যন্ত খুশি। পাশাপাশি সৌরভের সঙ্গে ফোনে কথা হয়েছেন বলেও জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

সৌরভ গাঙ্গুলির বাড়তে যান ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং আমলারা
সৌরভ গাঙ্গুলির বাড়তে যান ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং আমলারা

খুব গর্বের সঙ্গে জানাতে চাই যে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। আজকে তাঁর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। আমি নিশ্চিত যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নতি হবে।

মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সৌরভকে নিয়ে খুশির খবর টুইট করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
সৌরভকে নিয়ে খুশির খবর টুইট করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলির বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করার পর শুরু হয়েছে নানারকমের জল্পনা। কারণ ২০১৯ সালের অক্টোবর মাসে বিসিসিআই-র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন 'মহারাজ'। বোর্ড সচিব (Board Secretary) হন অমিত শাহের (Amit Shah) ছেলে জয় শাহ (Jai Shah)। এরপর থেকেই সৌরভের সঙ্গে গেরুয়া শিবিরের নানান যোগের তত্ত্ব উঠে আসতে থাকে। এমনকি ২০২১ সালে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election,  2021) আগে বিজেপি-র হয়ে প্রচার করতে এসে  সৌরভের বেহালার বাড়িতে নৈশভোজ করেন খোদ অমিত শাহ। এছাড়াও অসুস্থ হয়ে সৌরভ যখন হাসপাতালে ভর্তি তখনও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বার  বার ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই  সৌরভের রাজনীতির মাঠে নামার কথা ওঠে সম্পর্কিত মহলে। এই প্রসঙ্গে বিসিসিআই প্রাক্তন সভাপতির স্ত্রী, ডোনা গাঙ্গুলি (Dona Ganguly) মন্তব্য করেন, রাজনীতির মাঠে এলে খেলার মাঠের মতোই ভালো ফল করবেন তাঁর স্বামী সৌরভ গাঙ্গুলি।

সৌরভকে গাঙ্গুলিকে নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা
সৌরভকে গাঙ্গুলিকে নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা

যদিও অবশেষে সব জল্পনায় জল ঢেলে রাজনীতিতে এখনই  আসবেন না বলে জানিয়েছিলেন 'মহারাজ'। সৌরভের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানা তত্ত্ব, জল্পনা বারংবার উঠে এলেও এ রাজ্যের সরকারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক বজায় রাখেন তিনি। বিজেপি সরকারের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ঘাসফুল শিবির তথা তৃণমূল (TMC)-র  সঙ্গেও দেখা যায় সৌরভকে। গত দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির অনুষ্ঠানেই রেড রোডে (Red Road) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ঠিক পাশেই দেখা যায় সৌরভকে। সেখানে পরস্পরের প্রশংসাও করেন তাঁরা। যদিও তার পরই বিসিসিআই-র প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয় সৌরভকে। তবে আবার বিজেপির সঙ্গে সম্পকিত বিষয়েই দেখা গেল 'দাদা'কে। জানা গিয়েছে, আগামী মাস থেকেই ত্রিপুরা সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাদের কাজ শুরু করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File