Stray Dog Case | 'পথ কুকুরদের মেরে ফেলার কথা কেউ বলছে না, কিন্তু..', পথ কুকুর বিতর্কে রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত!
Thursday, August 14 2025, 8:51 am
Key Highlightsদিল্লি,এনসিআর থেকে পথ কুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখতে শীর্ষ আদালতে তিন বিচারপতিদের নিয়ে তৈরী হয় নতুন বেঞ্চ।
দিল্লি,এনসিআর থেকে পথ কুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখতে শীর্ষ আদালতে তিন বিচারপতিদের নিয়ে তৈরী হয় নতুন বেঞ্চ। এদিন শুনানিতে তারা বলেন, 'পথ কুকুরদের মেরে ফেলার কথা কেউ বলছে না। তবে তাদের আলাদা করে রাখতে হবে।' অন্যদিকে, পশুপ্রেমী সংগঠনের হয়ে আইনজীবী কপিল সিব্বলের প্রশ্ন, 'লোকালয় থেকে পথ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে সরানোর কথা বলা হচ্ছে, কিন্তু এমন কোনও আশ্রয়কেন্দ্রই নেই দিল্লিতে। ইতিমধ্যে সাতশো পথ কুকুরকে ধরা হয়েছে, তাদের নিয়ে কী করা হবে?' যদিও এদিন শুনানির রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নয়াদিল্লি

