সেলিব্রিটি

Tribute to Singer KK : রবীন্দ্র সদনে গান স্যালুটে কেকে, পৌঁছলেন মুখ্যমন্ত্রী

Tribute to Singer KK : রবীন্দ্র সদনে গান স্যালুটে কেকে, পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Key Highlights

কলকাতা বিমানবন্দরে সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ -কে শ্রদ্ধা জ্ঞাপন করার পরিকল্পনা থাকলেও রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে।

বুধবার দুপুরে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানান, তাঁর সঙ্গে এ ব্যাপারে গায়কের পরিবারের কথা হয়েছে। তাঁদের মুম্বই ফেরার বিমানের সময় দেখেই শিল্পীর দেহ রবীন্দ্র সদনে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মমতা জানিয়েছেন সদনেই গান স্যালুট দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে মুম্বইয়ের নেপথ্যগায়ক কেকে-কে।

বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়, প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । 

সকালেই গায়ক কেকে-র ময়নাতদন্ত শুরু হয় এসএসকেএম হাসপাতালে। দুপুরে মমতা জানান, সেই প্রক্রিয়া এখনও চলছে। যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ তাই ‘ভাল ভাবে ময়নাতদন্ত করতে সময় লাগবে’ বলেও জানান মমতা। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসএসকেএম থেকে শিল্পীকে রবীন্দ্র সদনে আনার পর শ্রদ্ধাজ্ঞাপন করেও শিল্পীর দেহ নিয়ে সময়েই মুম্বইয়ে ফিরতে পারবেন তাঁর স্ত্রী এবং পুত্র।