প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে! কলকাতায় এক কনসার্ট শেষের পরেই আকস্মিক মৃত্যু
Key Highlightsসঙ্গীত শিল্পী কেকের মৃত্যুতে আকাশ ভেঙে পড়ল সংগীত ও চলচ্চিত্রজগতে। তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তরা।
গত মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল কেকে-র। এদিন মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে প্রথমে হোটেল এবং পরে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান, জীবন থেকে বিদায় নেওয়ার আগেও মাতিয়ে গেলেন সঙ্গীত এর মঞ্চ
মঙ্গলবার কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় তাঁর। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মৃত্যুকালে সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৫৩ বছর।
যদিও শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, শো শেষের পর একটি পাঁচতালা হোটেলের সিঁড়িতে পরে যান তিনি। এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে (KK Dies) ঘোষণা করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রের খবর, রাত ১০ টা মৃত হয় কেকে-র এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছিল তাঁর।
- Related topics -
- সেলিব্রিটি
- কে কে
- প্রয়াত
- সঙ্গীতশিল্পী








