Google Service | পেমেন্ট অ্যাপ থেকে VPN অ্যাপ, জুন থেকেই একাধিক অ্যাপের পরিষেবা বন্ধ করতে চলেছে Google!

Wednesday, May 29 2024, 9:27 am
highlightKey Highlights

আগামী মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে খবর। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে আগামী জুন থেকে বেশ কিছু অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না।


ডিজিটাল যুগে ভারত তথা বিশ্বের প্রায় অধিকাংশের জীবনেরই রোজকার সঙ্গী গুগল (Google)। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে টাকা লেনদেনের গুগল পে (Google Pay) এর মতো একাধিক অ্যাপের সম্ভার গুগলের। কিন্তু এবার এমনই  একটি অ্যাপের পরিষেবা বন্ধ করে দিতে চলেছে আমেরিকান সংস্থাটি। আগামী মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে খবর। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে আগামী জুন থেকে বেশ কিছু অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না।

কোন অ্যাপ বন্ধ করতে চলেছে Google?

২০২৪ সালের জুন মাসেই Google-এর কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এগুলি হলো-

জুন মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে
জুন মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে

Google Pay : বর্তমানে ডিজিটাল যুগে খুব কম মানুষই রয়েছেন যারা গুগল পে (Google Pay) ব্যবহার করেন না। Google Pay হল একটি জনপ্রিয় পেমেন্ট অ্যাপ। যার মাধ্যমে ইউজাররা ডিজিটালি পেমেন্ট করতে পারে, আবার টাকা রিসিভ করতেও পারে। ডিজিটাল ভাবে টাকা লেনদেন করার জন্য ভারতে এই Google Pay খুবই জনপ্রিয়। কিন্তু ৪ জুন থেকে Google Pay এর পরিষেবাও বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও, Google Pay-এর এই শাটডাউন শুধুমাত্র আমেরিকাতে হবে। অর্থাৎ ভারতে এখনও চালু থাকবে Google Pay পরিষেবা।

Google Wallet : সম্প্রতি ভারতে লঞ্চ করেছে এই Google Wallet। তবে এটি Google Pay এর মতো পেমেন্ট করার সুবিধা দেয় না। অর্থাৎ ভারতে এখন Google Pay এবং Google Wallet দু’টি অ্যাপই কাজ করছে।

ভারতে এখন Google Pay এবং Google Wallet দু’টি অ্যাপই কাজ করছে
ভারতে এখন Google Pay এবং Google Wallet দু’টি অ্যাপই কাজ করছে

Google One : চার বছর আগে অ্যাপটির পরিষেবা শুরু করেছিল গুগল। ২০১৮ সালে অ্যাপটিকে লঞ্চ করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই অ্যাপের পরিষেবা বন্ধ করে দিতে উদ্যোগী হল আমেরিকান সংস্থাটি। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে আগামী ২০ জুন থেকে এই অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না। গুগল তাদের অফিসিয়াল সাইটে জানিয়েছে, সাবস্ক্রিপশন তালিকা থেকে বাদ যাবে গুগল ওয়ান (Google One) অ্যাপটি। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের পরিষেবা দিত এই বিশেষ অ্যাপটি। তবে এবার থেকে আর সেই পরিষেবা পাওয়া যাবে না। গুগল ওয়ানের সাবস্ক্রিপশন যাদের রয়েছে, তারাও এই অ্যাপটি আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে গুগল।

২০ জুন থেকে গুগল ওয়ান অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না
২০ জুন থেকে গুগল ওয়ান অ্যাপ আর প্লে স্টোরে পাওয়া যাবে না

ভিপিএন-র অর্থ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (Virtual Private Network)। আমাদের ফোনের নেটওয়ার্ক আমাদের সার্ভিস প্রোভাইডারের কাছে দৃশ্যমান। ফলে একজন তাঁর ফোনে কোন কোন সাইট ঘাঁটছেন, তা চাইলে জেনে নিতে পারে সার্ভিস প্রোভাইডার সংস্থাটি। একই ঘটনা ওয়াইফাই সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেও ঘটে। এমনকি পাবলিক ওয়াইফাইতে তো ঘটেই। এসবের থেকে সুরক্ষা দেয় ভিপিএন সার্ভিস। এটি কাল্পনিক ব্যক্তিগত নেটওয়ার্ক বানিয়ে দেয় ফোনে। ফলে কে কোন সাইট ঘাঁটছে, তা জানতে পারে না সার্ভিস প্রোভাইডার সংস্থাটি। ২০১৮ সালে গুগল এরমই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের পরিষেবা দিতে একটি অ্যাপ Google One লঞ্চ করেছিল। গুগল ওয়ানের সাবস্ক্রিপশন প্ল্যান ১.৯৯ ডলার থেকে ১৯.৯৯ ডলারের মধ্যে। এর মধ্যেই পাওয়া যেত  ডার্ক ওয়েব মনিটরিং, গুগল ফটো এডিটিং টুল, ক্লাউড স্টোরেজ ও ভিপিএন সার্ভিস। একটু বেশি খরচের প্ল্যানের মধ্যে পাওয়া যেত অন্যান্য বেশ কিছু পরিষেবাও। কিন্তু এবার এই তালিকা থেকে বাদ পড়বে গুগল ওয়ান ভিপিএন। এক্ষেত্রে ভারতে কতটা প্রভাব পড়বে? আসলে ভারতে Google-এর এই VPN Service কখনও লঞ্চই করা হয়নি। তাই ভারতীয় ইউজারদের মধ্যে Google VPN Service বন্ধ হলে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু, Google Pixel 7 সিরিজের ইউজারদের জন্য এই PXL VPN Service চালু থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File