মধ্যবিত্তের জন্য সুখবর! সোনার পাশাপাশি দেশজুড়ে সস্তা হচ্ছে রুপোর দামও

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

সোনার পাশাপাশি রুপোর দামেও বিরাট পতন লক্ষ করা গেল। মঙ্গলবারের তুলনায় বুধবার রুপোর দাম আরও কমলো।


গত মঙ্গলবারের তুলনায় রুপোর দাম আরও কমেছে শহর কলকাতায়৷ ১ গ্রাম রুপোর দাম ৬৮.৩০ টাকা, গতকালের থেকে যা ১.৭০ টাকা কম৷১০ গ্রামের দাম হয়েছে ৬৮৩ টাকা, কমেছে ১৭ টাকা, ১০০ গ্রামের দাম হয়েছে ৬,৮৩০ টাকা, কমেছে ১৭০ টাকা ৷

মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে এল সোনা-রূপা

মধ্যবিত্তের কাছে সোনার পাশাপাশি রুপোও অত্যন্ত আকর্ষণীয় একটি দাতু ৷ কিন্তু সোনার দাম এতটাই আয়ত্তের বাইরে চলে গিয়েছে যে সাধ থাকলেও সাধ্যের জন্য সোনার গয়না প্রস্তুত করা সম্ভব হয়না ৷ 

সর্বশেষ মেটাল রিপোর্ট অনুযায়ী, স্পট সিলভার দরেও পরিবর্তন হয়েছে। স্পট সিলভার দর প্রতি আউন্সে ০.১ শতাংশ কমে ২৪.৪৩ ডলারে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে আগামী ৫০ দিনের মধ্যে বিশ্ববাজারে সোনা, রুপোর দরে পতন লক্ষ্য করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File