ফের ওষুধের মূল্যবৃদ্ধি, প্যারাসিটামল থেকে বিভিন্ন জীবনদায়ী ওষুধের ১০ শতাংশ দাম বাড়বে

Wednesday, April 20 2022, 2:59 pm
highlightKey Highlights

জীবনদায়ী ওষুধের দামে ফের বৃদ্ধি। দিল্লি সূত্রে জানা যাচ্ছে ১০ শতাংশ বাড়তে পারে ওষুধের দাম। কোন কোন ওষুধের মূল্যবৃদ্ধি হতে পারে তা জেনে নেওয়া যাক


পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস, খাবার-দাবার, রান্নার তেল থেকে শুরু করে এবার জীবনদায়ী ওষুধেও পড়ল মূল্যবৃদ্ধির প্রকোপ। দিল্লি সূত্রে জানা যাচ্ছে এই মাসেই প্রায় সাড়ে ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে।

প্যারাসিটামল, পেইনকিলার, অ্যান্টিবায়োটিকসহ আর কোন কোন ওষুধের মূল্যবৃদ্ধি হবে

জ্বর, উচ্চ রক্তচাপ, ত্বকের ওষুধ, রক্তাল্পতার ওষুধ যেমন রয়েছে, তেমনই প্যারাসিটামলের মতো সর্বাধিক ব্যবহৃত ওষুধও সামিল। এ ছাড়াও যন্ত্রণা উপশমের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওষুধেরও দাম বাড়তে পারে। অতিমারির ধাক্কা মোটামুটি থিতিয়ে আসার পর থেকেই ওষুধের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছিল ওষুধ তৈরি এবং বিক্রির সংস্থাগুলির তরফে বলে খবর।

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, "গত আর্থিক বছরে ওষুধের পাইকারি মূল্যবৃদ্ধির হারের সূচক ১০.৮ শতাংশ বেড়েছে। এর ফলে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে এনপিপিএ।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File