Small Savings Scheme | সরকারি এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে বছরে আসবে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ!

Tuesday, May 21 2024, 11:40 am
highlightKey Highlights

সরকারি বেশ কয়েক প্রকল্পে বিনিয়োগে ঝুঁকি একেবারেই নেই, ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদও পাওয়া যায় এক্ষেত্রে।


অনেকেই শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে এতে ঝুঁকি থাকে পদে পদে। এক্ষেত্রে এমন কিছু সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে যাতে বিনিয়োগ করলে রিটার্ন নিশ্চিত। রিটার্নের পাশাপাশি এগুলিতে ঝুঁকি একেবারেই নেই এমনকি ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি সুদ পাওয়া যায়। এরকম সরকারি গ্যারান্টি স্কিম (guarantee scheme) এর তালিকায় রয়েছে ১৩টি প্রকল্প। যেগুলিতে বছরে ৪ শতাংশের থেকে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ফলে বিনা ঝুঁকিতে বিনিয়োগ করে  নিশ্চিত রিটার্ন পেতে কোন কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme) এ বিনিয়োগ করতে পারেন-

রেকারিং ডিপোজিট স্কিম । Recurring Deposit Scheme :

Trending Updates

১০০ টাকা বা ১০ টাকার গুণিতকে কোনও অঙ্কের বিনিয়োগে এই অ্যাকাউন্ট খোলা যায় সহজেই। প্রতি বছরে রেকারিং ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট থেকে  ৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট । Post Office Savings Account :

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme) হিসাবে পোস্ট অফিস বেশ ভালো।৫০০ টাকা দিয়ে সহজেই পোস্ট অফিসের যে কোনও শাখায় সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। এতে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তবে এই অ্যাকাউন্টে  ন্যূনতম  ৫০০ টাকা রাখতে হয়। যদি অর্থবর্ষের শেষে যদি দেখা যায় সেভিংসে ৫০০ টাকা নেই, তাহলে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য ৫০ টাকা ফাইন কাটা হয়। এছাড়া এই অ্যাকাউন্টে কোনও টাকা না থাকলে কিছুদিন পরে নিজের থেকেই এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম । Senior Citizen Savings Scheme :

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম  হলো রিটার্ন গ্যারান্টি স্কিম (guarantee scheme)। ৩০ লাখ টাকার মধ্যেই এই স্কিমে বিনিয়োগ করা যায়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। এই স্কিমের মাধ্যমে বছরে ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়।

ন্যাশনাল সেভিংস স্কিম ডিপোজিট । National Savings Scheme Deposit :

যে কোনও ব্যক্তি পোস্ট অফিসের অধীনে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে এক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে। তবে ১০০ টাকার গুণিতকেও বিনিয়োগ করা যায়। এই অ্যাকাউন্টে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এই অ্যাকাউন্টে এক বছরের জন্য বিনিয়োগে মেলে ৬.৯ শতাংশ সুদ। ২ বছরের বিনিয়োগে মেলে ৭ শতাংশ হারে সুদ। ৩ বছর ও ৫ বছরের জন্য বিনিয়োগে সুদ মেলে ৭.১ ও ৭.৫ শতাংশ হারে।

মান্থলি ইনকাম স্কিম । Monthly Income Scheme :

মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ শুরু করা যায় ১০০০ টাকা দিয়ে। ১০০ টাকার গুণিতকেও এখানে বিনিয়োগ করা যায়। এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এমআইএস প্রকল্পে বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়।

উপরোক্ত স্কিমগুলি ছাড়াও অন্যান্য যেসব প্রকল্পে ভালো সুদ পাওয়া যায় তা হলো - এনএসসি সুদ (NSC Interest) ৭.৭ শতাংশ; পিপিএফ সুদ (PPF)৭.১ শতাংশ; কিষাণ বিকাশ পত্র  সুদ ৭.৫ শতাংশ; সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদ ৮.২ শতাংশ ; মহিলা সম্মান সেভিংস সুদ ৭.৫ শতাংশ। উল্লেখ্য, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি বছরে ৪ শতাংশ সুদ পাওয়া যায় আর সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File