আবহাওয়া

Weather | কয়েক ঘন্টার মধ্যেই বদল দক্ষিণবঙ্গের আবহাওয়ায়! বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা! জারি হলুদ সতর্কতা!

Weather | কয়েক ঘন্টার মধ্যেই বদল দক্ষিণবঙ্গের আবহাওয়ায়! বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা! জারি হলুদ সতর্কতা!
Key Highlights

সন্ধের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১লা সেপ্টেম্বর পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

রাখি উৎসবের দিন সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম। তবে সন্ধ্যের মধ্যেই বদলাতে চলেছে আবহাওয়া। দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি নামতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এই আবহে কলকাতা (Kolkata) লাগোয়া একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

 সন্ধের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। কালো মেঘে ঢেকে যাবে গোটা আকাশ, ঝেঁপে নামবে বৃষ্টি। বিকেল থেকে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব মেদিনীপুরে ( East Medinipur) বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia) আবহাওয়া শুষ্ক থাকবে।

 জানা গিয়েছে, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ৩১সে অগস্ট উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, পরশু অর্থাৎ ১লা সেপ্টেম্বরও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিনও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পরশু অর্থাৎ ১লা সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে শহরে। যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। তবে আগামী শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে বলে খবর।

এছাড়া, আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা- দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong),  জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar) বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও, শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে বলে জানা গিয়েছে।

ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী ৪৮ ঘন্টায় গরম ও অস্বস্তি করা আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের নাম এবং রয়েলসীমাতে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম। মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার ফলে শনি থেকে মঙ্গল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক (Karnataka) থেকে তামিলনাড়ু (Tamil Nadu) হয়ে কোমোরিন (Comorin) এলাকা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।

জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভালোই বৃষ্টিপাত চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসাম(Assam), মেঘালয়ে (Meghalaya), মনিপুর (Manipur), মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড(Nagaland), ত্রিপুরাতে (Tripura)। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও (Andaman and Nicobar Islands)। এছাড়াও ভারী বৃষ্টি হবে সিকিম (Sikkim), তামিলনাড়ু (Tamil Nadu), পন্ডিচেরিতে (Pondicherry)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কঙ্কন (Konkan), গোয়া (Goa), মধ্য মহারাষ্ট্র (Central Maharashtra), মারাঠাওয়াড়া (Marathwada), কর্ণাটক (Karnataka), উড়িষ্যায় (Odisha)।