Odisha | থামলো ১৫ দিনের লড়াই, পুরীতে মর্মান্তিক মৃত্যু হলো অগ্নিদগ্ধ কিশোরীর
Sunday, August 3 2025, 6:27 am

দিনের আলোয় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। মৃত্যু হলো সেই কিশোরীর।
ওড়িশার বারপুরী জেলায় বাইয়াবার গ্রামে ১৫ বছর বয়সি এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তিন দুষ্কৃতি। কিশোরীর শরীরের ৭৫ শতাংশের বেশি দগ্ধ হয়ে যায়। প্রথমে ভুবনেশ্বরের এইমসে পরে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় তাকে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানল নাবালিকা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স পোস্টে লিখে জানালেন, 'বালঙ্গার ঘটনায় নির্যাতিতার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।'
- Related topics -
- দেশ
- পুরী
- ওড়িশা
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নিকান্ড
- মৃত্যু
- নিহত