Bihar | 'ডগবাবু'র পর এবার ‘কাউয়া’! বিহারে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন জানালো এক কাক!

Monday, August 4 2025, 10:46 am
highlightKey Highlights

বিহারে আবাসিক শংসাপত্র পেতে অনলাইনে আবেদন জানাল এক কাক! তালিকায় রয়েছেন ভগবান রাম, মাতা সীতাও।


সম্প্রতি ডগবাবু নামে এক কুকুরের নামে আবাসিক শংসাপত্র প্রকাশ করেছিল বিহার প্রশাসন। এই ঘটনাকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরী হয়। এবার বিহারে আবাসিক শংসাপত্র পেতে অনলাইনে আবেদন জানাল এক কাক! তালিকায় রয়েছেন ভগবান রাম, মাতা সীতাও। জানা গিয়েছে, মূলত খগড়িয়া জেলার একাধিক প্রান্ত থেকেই এসব অদ্ভুত নামে আবেদন আসতে শুরু করেছে। তাতে দেখা গিয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানিয়েছে একটি কাক। নামের জায়গায় লেখা রয়েছে ‘কাউয়া’। বাবার নাম কাউয়া সিং, ছবির জায়গায় সাঁটানো কাকের ছবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File