Asia Cup | এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কোন দেশে খেলবে দু-দল? জানালো ক্রিকেট কাউন্সিল

Sunday, August 3 2025, 3:41 am
highlightKey Highlights

কোন মাঠে মুখোমুখি হবে ভারত-পাক? সেটাও জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।


এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা করলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসি’র প্রধান মহসিন নকভি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ চলবে। সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচগুলি হবে। ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। ১৪ই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে দুবাইয়ে। আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি= ১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি, ১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান, ১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File