লাইফস্টাইল

Scented Candles | দীপাবলিতে ঘর সজ্জাও হবে, আবার দূর হবে স্ট্রেসও! সহজেই সুগন্ধি মোমবাতি বানিয়ে সাজিয়ে তুলুন অন্দরমহল!

Scented Candles | দীপাবলিতে ঘর সজ্জাও হবে, আবার দূর হবে স্ট্রেসও! সহজেই সুগন্ধি মোমবাতি বানিয়ে সাজিয়ে তুলুন অন্দরমহল!
Key Highlights

দীপাবলি সজ্জার ধারণা হিসেবে সাধারণ মোমবাতি নয়, বেছে নিন সুগন্ধি মোমবাতি। দীপাবলি ২০২৩ উপলক্ষ্যে বাড়িতে বানিয়ে ফেলুন সুগন্ধি মোমবাতি।

সামনেই দীপাবলি ২০২৩ (Diwali 2023)। আর এই আলোর উৎসবের উপলক্ষ্যে ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ। দীপাবলি মানেই ঘর-বাড়ি সাজানো। অনেকেই  দীপাবলিতে বাড়ি সজ্জার জন্য বেছে নেন নানারকমের লাইট। অনেকের কাছেই আবার দীপাবলি সজ্জার ধারণা (Diwali Decoration Ideas) মানেই টুনি লাইট। তবে টুনি লাইট ছাড়াও আরও নানানভাবে ঘর সজ্জা করা যায়। আর এই অন্যান্য উপায়ের মধ্যে মোমবাতি, রঙ্গোলি হলো বেশ জনপ্রিয়। দীপাবলিতে অনেকেই দরজা বা জানলার সামনে সারি করে বা ঠাকুর ঘরে মোমবাতি দিয়ে সাজিয়ে থাকেন। বেশ দীর্ঘ সময় ধরেই দীপাবলিতে মোমবাতি দিয়ে ঘর সজ্জা জনপ্রিয় আইডিয়া। তবে দীপাবলি ২০২৩ (Diwali 2023) তে কেবল সাধারণ মোমবাতি দিয়ে নয়, স্পেশ্যাল সুগন্ধি মোমবাতি (Scented Candles) দিয়ে সাজিয়ে তুলুন ঘর।

 সুগন্ধি মোমবাতি এমন একটি জিনিস, যা ঘরকে আরও সতেজ করে তোলে। কেবল ঘর আলোকিত করাই নয়, এর পাশাপাশি এই মোমবাতির সুগন্ধি মন ভাল করে দেয়। যার ফলে বাজারে সুগন্ধি মোমবাতির চাহিদা তুঙ্গে। তবে আজ থেকে নয়, এই ধরণের মোমবাতির চাহিদা রয়েছে বেশ দীর্ঘ সময় ধরেই। তিন হাজার বছরেরও আগে মেসোপটেমিয়া ও মিশরে সুগন্ধি ব্যবহারের চল ছিল ধোঁয়ার মাধ্যমে। কাঠ জাতীয় কিছু জ্বালিয়ে তার ভিতর কোনও দাহ্য সুগন্ধি বস্তু দিয়ে সুগন্ধি মোমবাতির ধারণা আনে মিশর। আবার কিছু ইতিহাসবিদদের মতে, এমন সুগন্ধির ব্যবহারের জনক আরব। জারিফ ফলে এখনও আরবের একটি স্থানকে বলা হয় 'সুগন্ধির ভূমি'। আবার কেউ বলেন, মোমের মাধ্যমে ফল-ফুলের সুগন্ধির ব্যবহার প্রথম শুরু হয় 'ফারাও' যুগে। ভারতে এই সুগন্ধির চল এলেও তা প্রথম দিকে কেবল রাজা ও রাজপ্রাসাদের মানুষেরাই ব্যবহার করতেন। পরে এই চল বনেদি পরিবারের ঘরে ঘরে ছড়িয়ে পরে। আগের মতোই বর্তমানেও সুগন্ধি যুক্ত মোমবাতি বেশ জনপ্রিয়। তবে অনলাইন-অফলাইন দুই ক্ষেত্রেই আকাশ ছোঁয়া এই ধরণের মোমবাতির দাম।  চিন্তা নেই, কম খরচেই সুগন্ধি মোমবাতি দিয়ে সাজাতে পারবেন বাড়ি। কীভাবে? বাড়িতে এই মোমবাতি বানিয়ে! খুব সহজেই বাড়িতে এই ধরণের মোমবাতি বানানো যায়। দেখে নিন বাড়িতে সুগন্ধি মোমবাতি (Scented Candles) তৈরির পদ্ধতি।

  • বাড়িতে এই বিশেষ মোমবাতি বানানোর জন্য প্রথম যে আকারের মোমবাতি বানাতে চাইছেন, সে মাপের একটি কাচের পাত্র জোগাড় করতে হবে।
  • এরপর বাছাই করা পাত্রে কত পরিমাণ মোম ধরবে, সেটা দেখে নিয়ে তার দ্বিগুণ পরিমাণে মোম বাজার থেকে কিনে আনুন।
  • সুগন্ধি মোমবাতি বানানোর তৃতীয় ধাপে একটি বাটিতে জল গরম করুন। এরপর আর একটি বাটিতে পরিমাণ মতো মোম নিয়ে সেই বাটিটা গরম জলের পাত্রের উপর রেখে দিন। ডবল বয়লিং পদ্ধতিতে মোমাটা গলতে শুরু করলে ঘনঘন মিশ্রণটি নাড়াতে থাকুন। এই সময়ে সতর্ক থাকতে হবে যাতে মোম জমাট বেঁধে না যায়।
  • এরপর মোম যখন পুরোপুরি গলে যাবে তখন তাতে পছন্দ মতো সুগন্ধি তেল মিশিয়ে দিন। এরপর আবারও মিশ্রণটি ভাল করে নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তেল মোমের সঙ্গে ভাল ভাবে মিশে যায়।
  • এবার যে পাত্রে মোম ঢালবেন, সেই পাত্রে সলতে লাগিয়ে নিতে হবে আগের থেকে। এ ক্ষেত্রে একটি মোটা এবং বড় সুতো নিয়ে সুতোর একটি প্রান্ত কাচের পাত্রের ভিতরে বসিয়ে দিন এবং অন্য প্রান্তটি পাত্রের বাইরে বার করে রাখুন। এ বার গলানো মোম পাত্রে ‌ঢেলে দিয়ে মিনিট খানিক অপেক্ষা করুন। কয়েক মিনিটের মধ্যেই মোম জমে যাবে।

বাড়িতে সুগন্ধি মোমবাতি বানানোর সময়ে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই মোমবাতি তৈরির জন্য প্রথমে ভাল মানের প্রাকৃতিক, নন টক্সিক মোম নিতে হবে। দেখে নিতে হবে সেই মোমের শলতে যেন সীসা মুক্ত থাকে। এমন মোম কিনতে হবে যাতে কোনও প্রকার রাসায়ানিক ব্যবহার করে গন্ধ যুক্ত না করা হয়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এমন মোম কেনাই ভাল।

উল্লেখ্য, কেবল দীপাবলি সজ্জার ধারণা (Diwali Decoration Ideas) বা ঘর সাজানোর জন্যই নয়, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীপাবলি মোমবাতি (Diwali Candle) হিসেবে বিশেষ খ্যাত এই সুগন্ধী মোমবাতি স্বাস্থ্যেও প্রভাব ফেলে। সুগন্ধী মোমবাতির অনেক উপকারিতা রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মত বহু বিশেষজ্ঞদের। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জন্য। জানা গিয়েছে, স্ট্রেস, উদ্বেগ, অবসাদের নানা সমস্যা দূরে রাখতে সাহায্য করে এই মোমবাতি। বাড়িতে নানা জায়গায় সুগন্ধী মোমবাতি জ্বালালে তা দেখতেও অসাধারণ লাগে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতে বা কাজের জায়গায় সুগন্ধী মোমবাতি জ্বালানো থাকলে স্ট্রেস এবং উদ্বেগজনিত সমস্যাগুলি দূর হয়ে যায়। নিয়মিত এই মোমবাতি জ্বালালে ছোট থেকে বড় সকলেরই অ্যালঝাইমার্সের সমস্যাও দূরে থাকে। একাগ্রতা বাড়াতে সাহায্য করে সুগন্ধী মোমবাতি। যদি কোনও কারণে মন অত্যন্ত চঞ্চল থাকে, কোনও কিছুতেই মন বসাতে না পারেন, তাহলে ঘরে এই মোমবাতি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ফলে এবার দীপাবলি মোমবাতি (Diwali Candle) হিসেবে কেবল রঙিন মোমবাতি নয়, বাড়িতে বানিয়ে সুগন্ধি মোমবাতি দিয়ে সাজিয়ে তুলুন ঘর।