UPI | ১লা আগস্ট থেকে UPI-র ক্ষেত্রে একাধিক নিয়মে বদল! না জানলে পড়বেন বিপদে!

Friday, August 1 2025, 1:29 pm
highlightKey Highlights

বর্তমান ডিজিটাল যুগে ভারতে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। তবে আজ, ১লা আগস্ট (august 1st​) থেকে ভারতে শুরু হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। যার মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্কের কিছু ক্রেডিট কার্ড পরিষেবা থেকে শুরু ইউপিআই নতুন নিয়ম (upi new rules​)। অর্থাৎ পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কিছু ফিচারের ক্ষেত্রে নিয়মে বদল আসছে। এই পরিবর্তনগুলি কী কী না জানলে পড়তে পারেন বিপদে! দেখে নিন ইউপিআই-এর ক্ষেত্রে কী কী পরিবর্তন আসছে ১লা আগস্ট থেকে?


বর্তমান ডিজিটাল যুগে ভারতে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইউপিআই লেনদেনের ব্যবস্থা। তবে আজ, ১লা আগস্ট (august 1st​) থেকে ভারতে শুরু হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। যার মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্কের কিছু ক্রেডিট কার্ড পরিষেবা থেকে শুরু ইউপিআই নতুন নিয়ম (upi new rules​)। অর্থাৎ পেটিএম, গুগল পে কিংবা ফোন পে- আপনি যেটাই ব্যবহার করুন না কেন, কিছু ফিচারের ক্ষেত্রে নিয়মে বদল আসছে। এই পরিবর্তনগুলি কী কী না জানলে পড়তে পারেন বিপদে! দেখে নিন ইউপিআই-এর ক্ষেত্রে কী কী পরিবর্তন আসছে ১লা আগস্ট থেকে?

১লা আগস্ট (august 1st​) থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই লেনদেনে আনছে নতুন নিয়ম। সেই নাউন নিয়ম অনুযায়ী ১ অগস্ট থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে একাধিক সুবিধা আর মিলবে না। যেমন-

Trending Updates

ব্যালান্স চেক সীমা: ইউপিআই নতুন নিয়ম (upi new rules​) অনুযায়ী, এবার থেকে প্রতিটি UPI অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করা যাবে। অর্থাৎ আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি একাধিক অ্যাপ ব্যবহার করেন, তবে প্রতিটিতে আলাদা করে ৫০ বার চেক করা যাবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক সীমা : ইউপিআই নতুন নিয়ম (upi new rules​) অনুযায়ী, আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের মধ্যে সর্বোচ্চ ২৫ বার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা যাবে।

লেনদেনের স্টেটাস চেক সীমা : দিনে সর্বোচ্চ ৩ বার লেনদেনের স্টেটাস অর্থাৎ ট্রানজাকশন স্টেটাস চেক (check transaction status​) করা যাবে, তবে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।

অটো পো : ইউপিআই নতুন নিয়ম (upi new rules​) অনুযায়ী, এখন থেকে শুধু নন-পিক আওয়ারেই (সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা, রাত ৯:৩০টার পরে) অটো-পে ট্রানজাকশন হবে।

বেনিফিশিয়ারি নাম দেখানো: টাকা পাঠানোর আগে প্রাপক ব্যাঙ্কের নাম দেখানো হবে, যাতে ভুল বা জালিয়াতি কমে।

এছাড়াও বদল হচ্ছে স্টেট ব্যাঙ্কের কিছু ক্রেডিট কার্ড পরিষেবা, বাড়তে চলেছে ট্রেডিং আওয়ার, পরিবর্তন আসতে পারে এলপিজি ও সিএনজি গ্যাসের দামে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড এলিট ও প্রাইম ক্রেডিট কার্ডে থাকা বিনামূল্যের বিমান দুর্ঘটনা বিমা ১ অগস্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File