Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
Monday, July 28 2025, 8:14 am

কারোর বয়স ২১ তো কারোর ৩৫, শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে পাচার হওয়ার আগে ৩৪ জন যুবতীকে উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ।
কারোর বয়স ২১ তো কারোর ৩৫, শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে পাচার হওয়ার আগে ৩৪ জন যুবতীকে উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর সেখান থেকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৪ জন যুবতীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জন পুরুষ ও এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দু’জন শিলিগুড়ির ও একজন ডুয়ার্সের বাসিন্দা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শিলিগুড়ি
- পাচার কান্ড
- পাচার
- ক্রাইম