আবহাওয়া

Weather | ফের বদল আবহাওয়ায়! দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি! সপ্তাহান্তে আবারও বাড়বে তাপমাত্রা!

Weather | ফের  বদল আবহাওয়ায়! দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি! সপ্তাহান্তে আবারও বাড়বে তাপমাত্রা!
Key Highlights

এদিন সকাল থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। গোটা বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা।

ফের বঙ্গের আবহাওয়ায় পরিবর্তন! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণ ও উত্তরবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও অগাস্ট মাসের বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা তা এখনও স্পষ্ট জানা না গেলেও আগামী ১৫ দিনের জন্য আবহাওয়া আপডেট (Weather Update for 15 Days) বলছে, বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা বঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া পশ্চিমবঙ্গের আবহাওয়াও (Weather Howrah West Bengal) একই রকম থাকবে বলে জানা গিয়েছে।

এদিন সকাল থেকেই কালো মেঘে ডেকেছে গোটা কলকাতা (Kolkata)। আজ শহরে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে  আবহাওয়াবিদরা। এদিন মূলত মেঘলা আকাশ থাকবে সঙ্গে হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। আগামী দু-দিন একইরকম থাকবে তাপমাত্রা। তবে  বৃষ্টিপাত হলেও বাড়তে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

অন্যদিকে, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের বসিরহাট, সল্টলেক, দমদম, বালী, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বর্ষণে ভিজতে পারে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ফারাক্কা, শান্তিনিকেতন, বহরমপুর, কাটোয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ফের বাড়বে গরম।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। উত্তরে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। তবে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে না যাওয়া পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে না।

উল্লেখ্য, অগাস্ট পর্যন্ত বৃষ্টির ঘাটতি নিয়ে চিন্তার মেঘ ঘনাচ্ছিল। সেপ্টেম্বরেও সেই ঘাটতি পূরণ করা সম্ভব হবে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। এমনকী এল-নিনোর (El-Nino) প্রভাবে খরা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশ জুড়ে এমন একটা আশঙ্কাও রয়েছে। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টি নামছে দেশের অনেক এলাকাতেই। ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কর্নাটকে (Karnataka)। সেই রাজ্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরু-সহ (Bangalore) রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

 আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে স্থানীয় কোডাগু, উডুপি, দক্ষিণ কন্নড়, উত্তর কন্নড়, বিদার, চিক্কামাগালুরু, কালাবুর্গিতে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন তার দাপট বাড়তে পারে।  বিদার, হাভেরি, বেলগাঁও, ধারওয়াড়, কোপ্পাল, গদাগ, ইয়াদগিরি, কালাবুরাগি, রাইচুর, বিজয়পুর জেলাতেও ভালো বৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস। শুধু তাই নয় বেঙ্গালুরু সিটি, বেঙ্গালুরু গ্রামীণ এলাকা, চিক্কাবাল্লাপুর, চামরাজানগর, চিত্রদুর্গ, চিক্কামগালুরু, হাসান, দাভাঙ্গেরে এলাকাতেও প্রবল বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।