West Bengal Weather | আগামীকালই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে! পরোক্ষ প্রভাবে সপ্তাহ জুড়ে বৃষ্টি! কমবে তাপমাত্রা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, বাড়তে চলেছে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিণত হবে নিম্নচাপে। নিম্নচাপের পরোক্ষপ্রভাব পড়বে বঙ্গে।


বুধবার সকাল থেকে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। বঙ্গপোসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত আগামীকাল পরিণত হবে নিম্নচাপে। এই নিম্নচাপের প্রভাব বঙ্গে সরাসরি না পড়লেও, পরোক্ষভাবে এর জন্য আগামী বেশ কিছুদিন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট বলছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে চলেছে।

বঙ্গপোসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত আগামীকাল পরিণত হবে নিম্নচাপে
বঙ্গপোসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত আগামীকাল পরিণত হবে নিম্নচাপে
Trending Updates

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি। যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ও বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হবে। ফলে ওই দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপের প্রভাব থাকবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশার দিকে। অর্থাৎ শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে ঘূর্ণাবর্তটি। এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে। ফলে বাংলায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না।

বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি
বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেটে আজ, বুধবার থেকে ১৪ তারিখ পর্যন্ত  দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। যেহেতু নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, ফলে এই বৃষ্টি টানা নয়, কতগুলি স্পেলে হবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগণা (South and North 24 Parganas), দুই মেদিনীপুর (Medinipurs) এবং ঝাড়গ্রাম (Jhargram) এই জায়গা গুলিতে বৃষ্টি একটু বেশি হবে।

নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে
নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে

আইএমডি (IMD) সূত্রে খবর, বুধবার ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল চলবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, উপকূল সংলগ্ন কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলিতেও (Hooghly) মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : একদিন আগেই বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! 

বুধবার ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বুধবার ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে

কলকাতায় এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। সকালে খানিক বৃষ্টি খানিক রৌদ্রজ্বল আকাশ দেখা যায়। তবে বিকেল-সন্ধ্যে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি অথবা শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ।

মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়ার (West Bengal Weather) আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। উপরের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar) বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আগামী কিছুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (North and South Dinajpur) বৃষ্টির সম্ভাবনা কম।

আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও কমেছে তাপমাত্রার পারদ
আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও কমেছে তাপমাত্রার পারদ

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট দেওয়ার সময় আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) অধিকর্তা জানান, আগামী তিনদিনের বৃষ্টিতে কমবে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা কমলেও খুব বেশি পরিবর্তন বোঝা যাবে না। অন্যদিকে, আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। যার ফলে ইতিমধ্যেই, আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File