আন্তর্জাতিক

হজরত মহাম্মদকে নিয়ে মন্তব্য করায় নুপুর শর্মাকে সাসপেন্ড করল বিজেপি!

হজরত মহাম্মদকে নিয়ে মন্তব্য করায় নুপুর শর্মাকে সাসপেন্ড করল বিজেপি!
Key Highlights

India External Affairs : নুপুর শর্মার মহাম্মাদ বিতর্ক ভারত-ইসলামী বিশ্ব সম্পর্কে প্রভাব ফেলেছে।

একটি সাম্প্রতিক টিভি বিতর্ক চলাকালীন মহম্মদ সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের জন্য রবিবার দেশের জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে বরখাস্ত করেছে বিজেপি হাইকমান্ড। পাশাপাশি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে।

আপাতত প্রাথমিক সদস্যপদ বাতিল করা হচ্ছে তাঁদের। এই শাস্তির খাঁড়া নামতেই অবশ্য নূপুর শর্মা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতে ইসলামিক দুনিয়ার রাগ কমেনি। বিজেপি নেত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত গর্জে উঠেছে আরব দুনিয়া। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কাতার (Qatar)কড়া ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিল। তার অবশ্য যথোপযুক্ত জবাবও পেল তারা।

ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কাতার (Qatar) কড়া ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিল। তার অবশ্য যথোপযুক্ত জবাবও পেল তারা। ভারতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মহম্মদকে নিয়ে ওই ধরনের কথাবার্তা প্রান্তিক দলগুলির কাজ। ভারত সরকার এসব সমর্থন করে না। তাতে অবশ্য কাতার সন্তোষ প্রকাশ করেছে। তবে বিষয়টি এভাবে আন্তর্জাতিক ইস্যু হয়ে যাওয়ায় গুরুত্ব বাড়ল আরও।

You have expressed views contrary to the party's position on various matters... Pending further inquiry, you are suspended from the party and from your responsibilities with immediate effect.

In the suspension letter, the party's central disciplinary committee wrote

ভারতীয় অনুচ্ছেদ ২৫ অনুসারে, একটি রাষ্ট্রীয় শৃঙ্খলামূলক কর্ম কমিটি শুধুমাত্র তার অধীনস্থ ইউনিট এবং জাতীয় পরিষদের সদস্য এবং সংসদ সদস্য ছাড়া অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

Allowing such Islamophobic remarks to continue without punishment, constitutes a grave danger to the protection of human rights and may lead to further prejudice and marginalization, which will create a cycle of violence and hate.

Qatar's ministry of foreign affairs said