আন্তর্জাতিক

Russia-Ukraine war: বিপন্ন ইউক্রেনের পাশে কে এসে দাঁড়াচ্ছে?

Russia-Ukraine war: বিপন্ন ইউক্রেনের পাশে কে এসে দাঁড়াচ্ছে?
Key Highlights

‘অন্য গণতন্ত্র’- সেই দেশের কোনও নির্ধারিত মানচিত্র বা সীমান্তে কাঁটাতার না থাকলেও, রয়েছে এক অলিখিত সংবিধান।

২০০৭ সালে ‘হ্যাকার রিপাবলিক’ নামে ‘অন্য গণতন্ত্র’-টির কথা মানুষ জানতে পেরেছিল সুইডিশ সাহিত্যিক স্টিগ লারসনের ‘মিলেনিয়াম ট্রিলজি’-র তৃতীয় পর্ব’ দ্য গার্ল হু কিকড দ্য হর্নেট’স নেস্ট’-এ। সেই গণতন্ত্রের নাম ‘হ্যাকার রিপাবলিক’। রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব দিতে বিপন্ন ইউক্রেনের পাশে এসে কি দাঁড়াল এক ‘অন্য গণতন্ত্র’? 

সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়েছে রণাঙ্গনের চরিত্রের। বোমা-বারুদের সমান্তরালে যুদ্ধ চলছে সাইবার পরিসরেও। জানা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে অনুপ্রবেশের পাশাপাশি তার মদতপুষ্ট সাইবার দস্যুদের কাজে লাগিয়ে ধসিয়ে দিতে চাইছে আক্রান্ত দেশটির বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাকে। রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হানাদারি রুখতে জনৈক ইউক্রেনীয় সাইবার বিশেষজ্ঞ পাল্টা হামলা চালাচ্ছেন। আটকে  দিচ্ছেন সাইবার হানাদারদের গোষ্ঠী ‘কন্টি’-র আগ্রাসন।

উক্ত ঘটনা অনিবার্য ভাবে লারসনের উপন্যাসের কথা মনে করিয়ে দিল। লারসনের উপন্যাসে প্রধান চরিত্র লিজবেথ স্যালান্ডার ছিলেন এক জন হ্যাকার। তার সঙ্গে যোগাযোগে যারা থাকে, তাদের কারও নাম ‘প্লেগ’, কারও ‘ট্রিনিটি’, তো কারও ‘বব দ্য ডগ’। ঘটনা পরম্পরায় যখন স্যালান্ডার রাষ্ট্রের হাতে বন্দি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল সরকারের প্রভাবশালী আধিকারিকরা, তখন এই সব সহ-হ্যাকাররাই তার দিকে বড়িয়ে দেয় সাহায্যের হাত। তাদের বিশ্বাস, তারা একটি বিশেষ গণতন্ত্রের নাগরিক, যার নাম ‘হ্যাকার রিপাবলিক’। সেই দেশের কোনও নির্ধারিত মানচিত্র নেই, সীমান্তে কাঁটাতার নেই অথচ রয়েছে এক অলিখিত সংবিধান। সেই সেই সংবিধান মেনেই একজন হ্যাকারের উপরে রাষ্ট্রীয় রোষ নেমে এলে বাকিরা তাদের কম্পিউটার থেকেই শুরু করে প্রতি আক্রমণ।

সরকারি ওয়েবসাইটগুলিকে জ্যাম করে দিতে থাকে তারা। বেমালুম উধাও করে দিতে পারে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। লিজবেথের মুক্তি দাবি করে হ্যাকার রিপাবলিক সে দেশের সরকারকে হুমকি দেয়, তাদের দাবি না মানা হলে তারা কার্যত অচল করে দেবে রাষ্ট্রের কাজকর্ম।‘প্লেগ’, ‘ট্রিনিটি’ বা ‘বব দ্য ডগ’-এর মতোই ছদ্মনামের আড়াল রয়েছে ইউক্রেনের পাশে দাঁড়ানো সেই সাইবার বিশেষজ্ঞের। গণমাধ্যম তাঁকে ডাকছে ‘ড্যানিলো’ নামে। ড্যানিলোর পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কিছু হ্যাকার। ‘কন্টি’-র সঙ্গে তাঁদের প্রত্যক্ষ লড়াই।


Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'
OTT Platform | ‘সফট পর্ন কনটেন্ট’ দেখানোর অভিযোগে নিষিদ্ধ Ullu, ALTT, Desiflix-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম!
Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!
Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
Ahmedabad Plane Crash | জ্বালানি সুইচ বন্ধ হলো কিভাবে? বিমানের লেজই কি 'কালপ্রিট'? নতুন করে শুরু তদন্ত
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo