Russia-Ukraine War | ইউক্রেনের একাধিক শহরে ৭৫টি মিসাইল হামলা রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' জবাবে এই রুশ ক্ষেপণাস্ত্র হামলা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভে রুশ হানায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটেছিল। ফলবশত, ইউক্রেনকে দায়ী করে কিয়েভে লাগাতার আক্রমণ শুরু করল রাশিয়া। সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা অঞ্চল থেকে রুশ হামলার খবর পাওয়া যায়। এই হামলায় ইতিমধ্যে ৫ জন প্রাণ হারিয়েছে।
স্থানীয় সময় সকাল সোয়া আটটা নাগাদ রাশিয়া, ইউক্রেনে হামলা চালায়। কিয়েভ ছাড়াও ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সারা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই সঙ্গে নানা প্রান্তে লাগাতার বিস্ফোরণ ঘটছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় হামলার বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে। রকেট হামলা হওয়া বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। কিন্তু রবিবারেই ইউক্রেনকে দুষেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিন দুয়েক আগেই ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটেছিল। তাতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ইউক্রেন
- যুদ্ধ