বিনোদন

Ranbir Alia Wedding: সিক্রেট ফাঁস - রণলিয়ার বিয়েতে নিরাপত্তার বজ্র আঁটুনি, আমন্ত্রিত 'স্পেশাল ২৮'!

Ranbir Alia Wedding: সিক্রেট ফাঁস - রণলিয়ার বিয়েতে নিরাপত্তার বজ্র আঁটুনি, আমন্ত্রিত 'স্পেশাল ২৮'!
Key Highlights

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে বিভিন্ন মহলে। ভাট এবং কাপুর পরিবার ঠিক যতটা রাখঢাক করছে, ঠিক ততটাই কৌতূহলী আম জনতা।

আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়েতে মজেছে বলিউড। লোকচক্ষুর অন্তরালে চলছে বিয়ের প্রস্তুতি। ইতিমধ্যেই পর্দার আড়ালে চলে গিয়েছে RanAlia র বাড়ি Vaastu।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।  সত্যিই সাদা পর্দায় ঢেকে দেওয়া হয়েছে বাড়িটিকে। এদিকে RK House -এও আলোর রোশনাই। ফলত ওই বিয়ে নিয়ে কৌতূহল বাড়ছে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে চর্চার অন্ত নেই। বিয়ের মেনুতে কী থাকছে? আমন্ত্রিতই বা কারা? নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে ওই প্রশ্নগুলি।

রণবীর এবং আলিয়ার বিয়েতে খুব ঘনিষ্ঠ ছাড়া কেউই ডাক পাচ্ছেন না। পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন বন্ধুবান্ধবকেই ডাকা হয়েছে মূল অনুষ্ঠানে। মোট ২৮ জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে হাইভোল্টেজ এই বিয়েতে।

রাহুল ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Ranbir Alia Wedding) বিয়ে মানেই হাই প্রোফাইল অতিথিদের আনাগোনা। মুম্বইয়ে এমন হাই প্রোফাইল বিয়ের আয়োজন করা কি মুখের কথা! অতিথিদের নিরাপত্তার খেয়ালও তো রাখতে হবে। সূত্রের খবর, বিয়ের জন্য নিয়োগ করা হচ্ছে প্রায় ২০০ জন বাউন্সার। ইউসুফ ভাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ওঁর কাছেই মুম্বইয়ের সেরা সিকিউরিটি ফোর্স রয়েছে। এজেন্সির নাম '9/11'। এখানেই শেষ নয়। থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারি। প্রতি আমন্ত্রিতের সঙ্গে থাকবেন একজন করে রোভিং প্যাট্রল অফিসার।

সূত্রের খবর, শাদি স্কোয়াড নামের এক সংস্থাকে ওই বিয়ের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের (Vicky Kaushal Katrina Kaif Wedding) বিয়ের আয়োজন করেছিল ওই সংস্থাই। পরে ফারহাদ আখতার ও শিবানী দান্দেকরের বিয়ের আয়োজনও করেছিল ওই ওয়েডিং প্ল্যানাররাই।


ISRO | চাঁদের মাটিতেই ঘুমোচ্ছে বিক্রম-প্রজ্ঞান! সঙ্গে চাঁদের দুই মেরুতে আরও জলের সন্ধান পেল ইসরো!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali