Lock Upp: মন্দনার 'সিক্রেট' শুনে অঝোরে কাঁদলেন কঙ্গনা!

Monday, April 11 2022, 12:03 pm
highlightKey Highlights

Lock Upp -এ একের পর এক বোমা ফেটেছে। আটকে থাকা বিতর্কিত সেলেবদের একের পর এক গোপন তথ্য সামনে আসতে শুরু করেছে।


আরও এক তারকার সিক্রেট ফাঁস কঙ্গনা পরিচালিত রিয়ালিটি শো লক আপে! যা শুনে কেঁদে ফেললেন 'টাফ অ্যান্ড রাফ' Kangana Ranaut -ও। এবারে এলিমিনেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন ইরানিয়ান অভিনেত্রী মান্দানা কারিমি (Mandana Karimi)।

তবে Buzzer Round জিতে নিজেকে বাঁচানোর আরও একটা সুযোগ পান তিনি। এক্ষেত্রে শর্ত একটাই। তাঁকে নিজের জীবনের কোনও একটি 'ডিপ অ্যান্ড ডার্ক সিক্রেট' ফাঁস করতে হত। আর তেমনটাই করলেন মন্দনা।

অভিনেত্রী মান্দানা কারিমি
অভিনেত্রী মান্দানা কারিমি

আমার বিয়ে ভেঙে যাওয়ার পরবর্তী সময়টা বেশ কঠিন ছিল। সে সময়েই বলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। ব্যাপারটা কোনওদিনই সামনে আনিনি আমরা। ওঁর অনেক নামডাক। নারীবাদী হিসেবে বেশ জনপ্রিয় ও। আমরা দুজনে ভীষন সুখী ছিলাম। প্রেগন্যান্সিও প্ল্যান করি। কিন্তু, যখন আমি প্রেগন্যান্ট হলাম, তখন হঠাৎ করে ও বেঁকে বসল। আমার কিছু করার ছিল না। চোখের সামনে অন্ধকার দেখছিলাম। কী করব ভেবে পাচ্ছিলাম না। ও আচমকাই বলল যে ওঁর আরও এক সন্তান আছে। আমার এবং আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে না। আমার কাছে গর্ভপাত করানো ছাড়া কোনও রাস্তা ছিল না।

মান্দানা কারিমি

ওই কথাগুলি বলতে বলতে মন্দনা কেঁদে ফেলেন। চোখের কোনে জল দেখা যায় কঙ্গনারও। পুনম পান্ডে থেকে শায়েশা শিন্দে কিংবা মুনাওয়ার ফারুকি সকলেই মন্দনার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন।

মান্দানার বিয়ের ছবি 
মান্দানার বিয়ের ছবি 

অনেক স্ট্রাগল করেই আজ বলিউডে জায়গা করেছেন ইরানিয়ান অভিনেত্রী মন্দনা করিমি। ২০১৭ সালে স্বামী Gaurav Gupta -র সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। এরপর তিন বছর কাজ পাননি তিনি। অনেক কাঠখড় পুড়িয়ে ২০২০ সালে একটি OTT Series -এর হাত ধরে ফের বি টাউনে কামব্যাক করেন মন্দনা




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File