কমছে ট্রেনের ভাড়া! বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ

Friday, December 10 2021, 3:33 pm
highlightKey Highlights

বিশেষ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এবার লাগবে কম ভাড়া। রেলের তরফে কোনো ভাড়া না কমানো হলেও, কম খরচে যাত্রীরা টিকিট কাটতে পারবেন।


বড়সড় সুখবর রেলযাত্রীদের জন্য। ১০ই ডিসেম্বর থেকে স্বল্প ভাড়ায় সম্ভব একাধিক ট্রেনে সফর। প্রাক-করোনাকালের পরিষেবা চালু করতে মরিয়া রেল।

পুনরায় চালু হচ্ছে আনরিজার্ভড টিকিট পরিষেবা

অতিমারীর জেরে রেলের তরফ থেকে ৩১টি বিশেষ ট্রেন থেকে আনরিজার্ভড টিকিট পরিষেবা সরিয়ে ফেলা হয়েছিল। এবার সেই পরিষেবা আবার ফিরতে চলেছে এবং তাতে সুবিধা পাবেন রেলযাত্রীরা। আনরিজার্ভড টিকিটের দাম রিজার্ভেশনের থেকে কম হওয়ায় যাত্রীদের কম ভাড়া গুনতে হবে । তবে করোনা বিধি মেনেই রেল পরিষেবা চালু করছে রেলওয়ে মন্ত্রক।

Trending Updates
কোভিডবিধি মেনেই চালু হয়েছে রেল পরিষেবা
কোভিডবিধি মেনেই চালু হয়েছে রেল পরিষেবা

৯৫ শতাংশ ট্রেন ফিরেছে লাইনে

করোনার মধ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছিল ভারতীয় রেল। তবে ধীরে ধীরে কোভিড পরিস্থিতি খানিক স্বাভাবিক হওয়ায় ট্র্যাকে ফিরেছে প্রায় ৯৫ শতাংশ ট্রেন। এছাড়াও ট্রেনে অন্য পরিষেবাগুলিও ফের চালু হয়েছে।

ভারতীয় রেলওয়ে
ভারতীয় রেলওয়ে

কোন কোন ট্রেনের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা চালু হয়েছে, আসুন জেনে নিন
  • হেমকুন্ত এক্সপ্রেস
  • দেহরাদুন অমৃতসর এক্সপ্রেস- দেহরাদুন এক্সপ্রেস
  • জম্মুতাই( Jammu Tawi)-বারাণসী
  • তাওয়াই এক্সপ্রেস- হোশিয়ারপুর-দিল্লি-হোশিয়ারপুর
  • চণ্ডীগড়- প্রয়াগরাজ সংগম -চণ্ডীগড় এক্সপ্রেস
  • ফাজিলকা - দিল্লি জংশন - ফাজিলকা এক্সপ্রেস
  • উনছাহার এক্সপ্রেস
  • অমৃতসর - নিউ দিল্লি - অমৃতসর
  • দৌলতপুর চক- দিল্লি জংশন - দৌলতপুর
  • বরেলি - নিউ দিল্লি - বরেলি ইন্টারসিটি
  • বরেলি - বারাণসী - বরেলি ইন্টারসিটি- বরেলি
  • প্রয়াগরাজ সংগম - বরেলি প্যাসেঞ্জার
  • দেহরাদুন- দিল্লি জংশন - দেহরাদুন মুসৌরি এক্সপ্রেস
  • দিল্লি জংশন - প্রতাপগড় জংশন - দিল্লি জংশন পদ্মাবত এক্সপ্রেস
  • জলন্ধর সিটি - নিউ দিল্লি - জলন্ধর সিটি এক্সপ্রেস
  • নিউ দিল্লি - লোহিয়া খাস জংশন - নিউ দিল্লি সরবত দ্য ভালা এক্সপ্রেস
  • মোগা ইন্টারসিটি
  • প্রয়াগরাজ নাউচান্ডি এক্সপ্রেস
  • বারাণসী জংশন - লখনউ - বারাণসী জংশন সুপারফাস্ট শাটেল এক্সপ্রেস




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File