Durga Puja 2023 | পুজোর সাজে তিলোত্তমার ১৫০ বছরের 'সঙ্গী'! পুজো পরিক্রমা করুন 'পুজো স্পেশ্যাল ট্রাম'-এ চড়ে!
কলকাতার বুকে ১৫০ বছর ধরে চলছে ট্রাম। এই হেরিটেজকে নতুন রূপে তুলে ধরতে দূর্গা পুজো ২০২৩ -এ চলবে 'পুজো স্পেশ্যাল ট্রাম'। কলকাতায় এই ট্রামে চড়ে দেখা যাবে উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঠাকুর।
পুজোতে এবার নতুন চমক কলকাতায়। শারোদোৎসবে গোটা কলকাতার অলিগলি সেজে ওঠে পুজোর সাজে। তবে এবার রয়েছে স্পেশ্যাল সারপ্রাইজ! পুজোর সাজে এবার সেজে উঠেছে ট্রামও! কেবল ট্রামের বাইরেটাই নয়, বদলে গিয়েছে কলকাতা ট্রাম (Kolkata Tram) এর ভেতরের মহলও! ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) তে এবার এই ট্রামে চড়ে শহর ঘুরতে মন চাইবে আপনারও! দেখে নিন ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja)র এই স্পেশ্যাল ট্রাম সম্পর্কে।
কলকাতা ট্রাম (Kolkata Tram)কে বলা হয় তিলোত্তমার অলঙ্কার। যুগ যুগ ধরে কলকাতায় ট্রাম (Tram in Kolkata) পরিষেবার ওপর ভরসা করে এসেছেন অসংখ্য মানুষ। একসময় কলকাতা ট্রামই (Kolkata Tram) ছিল শহরবাসীর পরিবহনের একমাত্র রাস্তা। তবে যুগের সঙ্গে বদলে গিয়েছে ট্রামের চাহিদাও। বর্তমানে কলকাতায় ট্রাম (Tram in Kolkata) চলাচল প্রায় বন্ধের দিকে। হাতে গোটা রাস্তা ছাড়া দেখায় যায়না কলকাতার এই ঐতিহ্যকে। তবে খারাপ-ভালো নিয়ে কলকাতায় ট্রাম (Tram in Kolkata) পূর্ণ করে ফেলেছে ১৫০ বছরের মেয়াদ। এবার এই খুশিতেই দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023) এ নতুন সাজে ট্রাম।
২০২৩ দূর্গা পুজো সম্পর্কে আরও পড়ুন : এসি বাসে চড়ে বারোয়ারি থেকে বনেদি বাড়ির প্রতিমা দর্শন! দুর্গাপুজোয় আকর্ষণীয় প্যাকেজ আনলো পর্যটন দফতর!
কলকাতায় ট্রামের ইতিহাস । History of Trams in Kolkata :
১৮৭৩ সালে কলকাতায় ট্রাম (Tram in Kolkata) পরিষেবা চালু হয়েছিল। সেই বছর ২৪সে ফেব্রুয়ারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভরা শাসনের যুগেই কলকাতার রাজপথে প্রথমবার ট্রামের চাকা গড়ায়। প্রথমে অস্ট্রেলিয়ান ওয়েলার ঘোড়ার সাহায্যে মিউনিসিপ্যাল ট্রামওয়ে চলেছিল ইস্টার্ন রেলওয়ের সদর স্টেশন শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। তবে লোকসানের জেরে যা ওই বছরেরই ২০ই নভেম্বর বন্ধ হয়ে যায় ট্রাম। কিন্তু সাময়িক বিরতি কাটিয়ে, ১৮৭৯ সালের ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি ও কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ীই ফের ১৮৮০-র ২৭ সে নভেম্বর কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের চলাচল শুরু হয়। বর্তমানের যে বিদ্যুৎচালিত ট্রাম শহরবাসী দেখতে অভ্যস্ত, তা শুরু হয় ১৯০২ সালে।
দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজো উদ্বোধনের সঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে শহরে ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো! কলকাতার 'রামমন্দির' উদ্বোধনে শাহ!
ট্রাম নিয়ে বাঙালির একাধিক স্মৃতি। একসময় বিশেষ কলকাতাবাসী স্কুল কলেজ, ইউনিভার্সিটি, সিনেমা, থিয়েটার, শপিং- সবকিছু জুড়েই ছিল এই ট্রাম। ফলে কলকাতা ট্রাম (Kolkata Tram) কেবল পরিবহনের এক মাধ্যমই নয়, তিলোত্তমার হেরিটেজ। এভাবেই কলকাতার বুকে এখনও চলছে ১৫০ বছর আগের কলকাতার একটা খন্ডচিত্রের অংশ ট্রাম। তবে বর্তমানে প্রযুক্তির দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে 'বয়স্ক' ট্রামগুলি। কিন্তু ২০২৩ এর দূর্গা পুজো (2023 Durga Puja)তে এবার আধুনিকের সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলেছে ট্রাম। এবার পুজোর সাজে পুজোর জন্য শহরের বুকে চালু হয়েছে পুজো স্পেশাল ট্রাম। দারুণ অন্তঃসজ্জা ও রঙিন সাজের এই বিশেষ ট্রাম শহরবাসীর কাছে এবার পুজোয় বাড়তি আকর্ষণ।
২০২৩ দূর্গা পুজো সম্পর্কে আরও পড়ুন : পুজোতে ইস্ট-ওয়েস্ট রুটেও মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো! চালু হবে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট!
দুর্গাপুজোয় ইউনেস্কোর (UNESCO) আন্তর্জাতিক স্বীকৃতি এবং কলকাতা ট্রাম চলার ১৫০ বছর উপলক্ষে এবার বিশেষ উপহার রাজ্যের ট্রান্সপোর্ট করপোরেশনের। তাদের তরফে এবার পুজোয় হাজির করা হচ্ছে এই বিশেষ ট্রামটি। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (West Bengal Transport Corporation) ও এশিয়ান পেইন্টস (Asian Paints) একত্রিতভাবে সাজিয়ে তুলেছে এই ট্রামকে। জানা গিয়েছে, প্রথম বগির বাইরের অংশে কুমারটুলিকে মৃৎশিল্পীদের সম্মান জানিয়ে হাতে আঁকা হয়েছে বিভিন্ন ছবি। শিল্পীর তুলির টানে স্থান পেয়ে সিঁদুর খেলা ও ধুনুচি নাচও। প্রথম বগির ভিতরের অন্তঃসজ্জাও নজর কাড়ার মতো। ট্রামের ভিতরে থাকছে বেতের তৈরি আসবাব এবং বসার জায়গা। সঙ্গে থাকছে আলোকসজ্জাও। দ্বিতীয় বগিতে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে।
২০২৩ দূর্গা পুজো সম্পর্কে আরও পড়ুন : পুজোর জন্য লালবাজারের বিশেষ অ্যাপ! কখন কোন মণ্ডপে কমবে ভিড়, জানাবে বিশেষ সফটওয়্যার!
দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023) স্পেশ্যাল এই ট্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র, ম্যানেজিং ডিরেক্টর রাজন বীর সিংকাপুর, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, এবং সোহিনী সরকার-সহ বহু জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েঞ্জাররা। জানা গিয়েছে, এই ট্রামের নাম দেওয়া হচ্ছে 'পুজো স্পেশ্যাল ট্রাম'। ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja)তে তো বটেই এমনকি এই ট্রাম শহরের রাস্তায় চলবে ইংরেজি নতুন বছর পর্যন্ত। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে এই ট্রাম। ফলে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার ছোট-বড় সকল পুজো মণ্ডপই দেখা যাবে এই 'পুজো স্পেশ্যাল ট্রামে' চড়ে।