Lalbazar Kolkata | পুজোর জন্য লালবাজারের বিশেষ অ‌্যাপ! কখন কোন মণ্ডপে কমবে ভিড়, জানাবে বিশেষ সফটওয়্যার!

Friday, September 29 2023, 6:46 am
highlightKey Highlights

এবছরের পুজোতে মণ্ডপে লক্ষাধিক ভিড় হবে বলে নিশ্চিত কলকাতা পুলিশ। কোন মণ্ডপে কখন গেলে নিরিবিলিতে মাতৃদর্শন করা যাবে তা জানাতে তৈরী লালবাজারের বিশেষ অ‌্যাপ ও সফটওয়্যার।


পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। রাস্তায় রাস্তায় চলছে সাজসজ্জা, ছুটিতে চলছে দেদার শপিং। গত বছরগুলি করোনা অতিমারীর কারণে সেভাবে পুজো উপভোগ করতে পারেনি কেউই। ফলে এবছর মন্ডপগুলোতে উপসি উপচে পড়া ভিড় দেখা যাবে বলে ধারণা লালবাজারের (Lalbazar Kolkata)। লাইন দিয়ে মণ্ডপে মণ্ডপে না ঘুরে ঠাকুর দেখলে যেন পুজো সম্পন্ন হয়না। তবে এই ভিড় সামাল দেওয়া যেমন কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষেও মুশকিল হয়ে ওঠে তেমনই ভিড় নিয়ে বেশ আতঙ্কে থাকেন সাধারণ মানুষও। তবে এবার সেই মুশকিলই ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’ (Pujo Queue Waiting Time and Display System) দ্বারা সহজ করতে চলেছে লালবাজার।

এবছরের পুজোতে মণ্ডপে লক্ষাধিক ভিড় হবে বলে নিশ্চিত কলকাতা পুলিশ
এবছরের পুজোতে মণ্ডপে লক্ষাধিক ভিড় হবে বলে নিশ্চিত কলকাতা পুলিশ

কোন পুজো মণ্ডপে কত ভিড়, কোন মণ্ডপের সামনে কত মানুষের লাইন, এবার সেদিকে নজর রাখবে পুলিশের বিশেষ অ‌্যাপ ও সফটওয়‌্যার। এই অ‌্যাপ বলে দেবে কোনও বড় পুজো মণ্ডপে ভিড় থাকলে কতক্ষণ পর গেলে ঠাকুর দেখা সহজ হবে। রাস্তার মোড়ে বৈদ্যুতিন স্ক্রিন ও সোশ‌্যাল মিডিয়ায় এই সকল বিষয়ে দর্শনার্থীদের জানিয়ে দেবে লালবাজার (Lalbazar Kolkata)।

Trending Updates
কোন পুজো মণ্ডপে কত ভিড়, কোন মণ্ডপের সামনে কত মানুষের লাইন, এবার সেদিকে নজর রাখবে পুলিশের বিশেষ অ‌্যাপ ও সফটওয়‌্যার
কোন পুজো মণ্ডপে কত ভিড়, কোন মণ্ডপের সামনে কত মানুষের লাইন, এবার সেদিকে নজর রাখবে পুলিশের বিশেষ অ‌্যাপ ও সফটওয়‌্যার

এই প্রসঙ্গে লালবাজারের এক কর্তা জানান, সাধারণভাবে দেখা গিয়েছে, উত্তর থেকে দক্ষিণ কলকাতার কুড়িটি পুজোয় বেশি ভিড় হয়। প্রত্যেক বছরই কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করে থাকেন। ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। একদিকে এই মণ্ডপগুলিতে পায়ে হেটে আসা দর্শনার্থীদের ভিড়, অন্যদিকে যারা গাড়ি, বাইকে আসেন তার যানজট। রাস্তায় পারাপার হওয়া, যানজট, দর্শনার্থীদের লাইন, সুরক্ষা-নিরাপত্তা সকল বিষয়েই কড়া নজর রাখতে হয় কলকাতা পুলিশ ও লালবাজারকে (Lalbazar Kolkata)। তারওপর করোনা পরিস্থিতির শেষে গত বছর থেকেই পুজোয় মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মানুষের ভিড়। এই বছর পুজোয় কয়েক লাখ মানুষের ভিড় হবে বলে অনেকটাই নিশ্চিত পুলিশ।

এই অ‌্যাপ বলে দেবে কোনও বড় পুজো মণ্ডপে ভিড় থাকলে কতক্ষণ পর গেলে ঠাকুর দেখা সহজ হবে
এই অ‌্যাপ বলে দেবে কোনও বড় পুজো মণ্ডপে ভিড় থাকলে কতক্ষণ পর গেলে ঠাকুর দেখা সহজ হবে

সাধারণভাবে দর্শনার্থীরা গাড়ি করে বা হেঁটে একটি মণ্ডপের দিকে যাওয়ার সময় জানতে পারেন না যে, সেই মণ্ডপে কত ভিড় রয়েছে বা মণ্ডপের সামনে কতজন দর্শনার্থীর লাইন রয়েছে। অথচ দর্শনার্থীদের এই তথ‌্য আগাম জানা থাকলে, সেই বিশেষ মণ্ডপে তখন তাঁরা যাবেন না। ওই মণ্ডপ এড়িয়ে তাঁরা অন‌্য মণ্ডপে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করতে চলেছে  ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’ (Pujo Que Waiting Time and Display System)। সম্প্রতি এই ব‌্যাপারে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালু করার ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বছর লালবাজার চালু করতে চলেছে  ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’ 
এই বছর লালবাজার চালু করতে চলেছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’ 

লালবাজার সূত্রে জানা গিয়েছে, দর্শনার্থীদের সুবিধার জন‌্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট উইং (Research and Development Wing of Kolkata Police)। এই উইংয়ের সদস‌্যরা সমীক্ষা করেন এবং ফল হিসেবে কলকাতার যে কুড়িটি মণ্ডপে বেশি ভিড় হয়, সেগুলির তালিকা তৈরি করেছেন। বিকেলের পর থেকে ভোররাত পর্যন্ত কোন মণ্ডপে কখন বেশি ভিড় হয়, সেই তথ‌্য সংগ্রহ করেছেন তাঁরা। লালবাজার জানিয়েছে, অতিরিক্ত ভিড় হওয়া কুড়িটি মণ্ডপে তৈরি থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম। এই টিমের হাতে থাকবে নিজস্ব ক‌্যামেরা। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস (GPS), বিশেষ সফটওয়‌্যার ও অ‌্যাপ। ভিডিও ক‌্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এরপর সফটওয়‌্যার ও অ‌্যাপের মাধ‌্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে যেমন ভিড় এড়িয়ে শান্তিতে মণ্ডপে মণ্ডপে যেতে পারবেন সাধারণ মানুষ, তেমনই যানজট, পুজোর ভিড় সামাল দিতে সুবিধা হবে কলকাতা পুলিশেরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File