Diwali Crackers Ban | দিল্লিতে শ্বাস নেওয়া ৪০-৫০টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর! গোটা দেশেই বাজি নিষিদ্ধ করার মন্তব্য সুপ্রিম কোর্টের!

Thursday, December 21 2023, 1:54 pm
highlightKey Highlights

দিল্লিতে দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। অস্বাস্থ্যকর হয়ে উঠেছে পরিবেশ। এই আবহে দীপাবলী ২০২৩ উপলক্ষ্যে গোটা দেশে দীপাবলীর বাজি ফাটানোয় নিষেধাজ্ঞার কথা জানিয়েছে শীর্ষ আদালত।


বায়ু দূষণের জেরে ক্রমশ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাজধানী দিল্লিতে (Delhi)। দিল্লিতে দূষণের মাত্রা (Pollution level in Delhi) এতটাই বেড়ে গিয়েছে যে, সেখানে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কারণ ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে কেবল রাজধানী দিল্লিই নয়, বায়ু দূষণে নাভিশ্বাস উঠছে উত্তরপ্রদেশেও। সেখানেও ধরা দিচ্ছে একই চিত্র, যার ফলে তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই আবহেই প্রাণ ও পরিবেশ রক্ষা করতে দীপাবলী ২০২৩ (Diwali 2023) নিয়ে বিশেষ মন্তব্য করলো শীর্ষ আদালত। কেবল দিল্লি - এনসিআর এলাকা নয়, গোটা দেশ জুড়েই দিওয়ালির মরশুমে বাজি ক্রয়-বিক্রয় এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানালো সুপ্রিম কোর্ট।

দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে শ্বাস নেওয়া ৪০-৫০টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর
দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে শ্বাস নেওয়া ৪০-৫০টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর

জানা গিয়েছে, আইআইটি অঞ্চল, যা দক্ষিণ দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, সেখানে সোমবার দূষণের মাত্রা ছিল ৫১৭। দিল্লির পার্শবর্তী নয়ডা এবং গাজ়িয়াবাদের পরিস্থিতিও খুব খারাপ। সেখানে বাতাসের গুণগত মান (AQI) ৩৫৪ এবং ৩৬৪।  এই পরিস্থিতে নয়ডায় সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১০ ই নভেম্বর পর্যন্ত প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। স্কুল না খোলা পর্যন্ত অনলাইনেই ক্লাসের ব্যবস্থা করা হবে স্কুলগুলিকে। গাজ়িয়াবাদ এবং নয়ডাই নয়, বাতাসের গুণগত মান ক্রমশ খারাপ হচ্ছে মিরাট, আলিগড়, প্রয়াগরাজ, লখনউয়েও। দিল্লি-এনসিআরের কাছাকাছি উত্তরপ্রদেশের দুই জেলা গাজ়িয়াবাদ এবং নয়ডায় দূষণের মারাত্মক প্রভাব পড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিচ্ছে কোথাও কোথাও।

Trending Updates

অন্যদিকে, দিল্লিতে দূষণের মাত্রা (Pollution level in Delhi) এতটাই বেড়ে গিয়েছে যে চিকিৎসকরা জানাচ্ছেন, এখানে শ্বাস নেওয়া ৪০-৫০টা সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকর। ইতিমধ্যেই ভারতের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City in India) দিল্লিতে বায়ু দূষণের জেরে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি চোখ-নাক জ্বালার মতো সমস্যাও দেখা দিয়েছে। এরই মধ্যে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিল্লির দূষণ ফুসফুসে ক্যানসার হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, যে ফুসফুস সংক্রান্ত রোগের সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে তাঁদের অবস্থা বেশি শোচনীয় হয়ে উঠছে এই দূষিত পরিবেশে। দিল্লি এমসের তরফে জানানো হয়েছে, দূষণের জেরে হাঁপানির রোগীদের ওষুধের ডোজও বাড়াতে হয়েছে।

বায়ু দূষণের মাত্রা কমাতে দীপাবলী ২০২৩ এ দিল্লি-এনসিআরের পাশাপাশি গোটা দেশে বাজি নিষিদ্ধ করার কথা বলে সুপ্রিম কোর্ট 
বায়ু দূষণের মাত্রা কমাতে দীপাবলী ২০২৩ এ দিল্লি-এনসিআরের পাশাপাশি গোটা দেশে বাজি নিষিদ্ধ করার কথা বলে সুপ্রিম কোর্ট 

দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে চিন্তিত গোটা দেশ। এই অবস্থায় বায়ু দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে ওঠা একটি মামলার শুনানি মঙ্গলবার বিচারপতি দীপাবলীর বাজি (Diwali Crackers) নিয়ে বড় মন্তব্য করেন। শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়, দূষণ রোধ করা কেবলমাত্র কোর্টের দায়িত্ব নয়। একটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা সকলের দায়িত্ব। পাশাপাশি রাজধানীর বায়ুদূষণ রাজনীতির যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে না বলও মন্তব্য করে শীর্ষ আদালত। শুধু তাই নয়, দেশের রাজধানীতে মানুষের স্বাস্থ্যকে হত্যা করা হচ্ছে বলে তীব্র ভর্ৎসনা উড়়ে আসে।

শীতের শুরু থেকে প্রতিবছরই দিল্লিতে ভয়ঙ্কর আকার ধারণ করে বায়ুদূষণ। তবে এবার দীপাবলী ২০২৩ (Diwali 2023) এর আগেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীতে। তবে কেবল দিল্লিই নয়, ভারতের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City in India) গুলোতে দূষণের পরিমাণ এতটাই বেড়ে উঠছে যে তা বিশ্বের সবথেকে দূষিত শহরের স্থান পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু (WHO) আগেই জানিয়েছিল, দিল্লির বায়ু মানব স্বাস্থ্যের পক্ষে অতীব ক্ষতিকারক। এদিকে দিল্লিতে দূষণের প্রকোপ নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা চরমে। একদিকে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে বিঁধে চলেছে বিজেপি, অন্য দিকে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আম আদমি পার্টি। সেই আবহে এদিন দিল্লি, পড়শি রাজ্য এবং কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত।কড়াভাবে মন্তব্য করে সুপ্রিম কোর্ট বলে, এই ইস্যুকে কেন্দ্র করে সর্বদা রাজনৈতিক কচকচানি হওয়া কাম্য নয়। পাশাপাশি সাফ জানিয়ে দেয়, কেবলমাত্র দিল্লি-এনসিআর এলাকা নয়, গোটা দেশ জুড়েই দিওয়ালির মরশুমে বাজি ক্রয়-বিক্রয় এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এর আগেও দেশের শীর্ষ আদালত দীপাবলি উপলক্ষে বাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমানে দিল্লি এবং গোটা দেশ জুড়ে বাড়তে থাকা বায়ু দূষণের পরিস্থিতিতে কোনওভাবেই বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলতে রাজি নয় সুপ্রিম কোর্ট।

 বায়ু দূষণ কম করার জন্য প্রতিটি রাজ্যকেই  দীপাবলীর বাজি ফাটানো বন্ধ নিয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট
 বায়ু দূষণ কম করার জন্য প্রতিটি রাজ্যকেই দীপাবলীর বাজি ফাটানো বন্ধ নিয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট

ইতিমধ্যেই রাজস্থান এবং অন্য রাজ্যগুলিকে অর্ডার ইস্যু করে জানানো হয়েছে, দীপাবলীর বাজি (Diwali Crackers) ফাটানো বন্ধ রাখতে হবে। বায়ু দূষণ কম করার জন্য প্রতিটি রাজ্যকেই সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি খড় পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং দিল্লির সরকারকে এই বায়ু দূষণ নিয়ে একটি জরুরিভিত্তিতে বৈঠক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File