Mohun Bagan | 'পঞ্চবাণে' বিদ্ধ ডায়মন্ড হারবার, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে উঠলো মোহনবাগান!
Saturday, August 9 2025, 5:15 pm
Key Highlightsডায়মন্ড হারবার এফসিকে ৫:১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড।
ডায়মন্ড হারবার এফসিকে ৫:১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। এদিনের ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি মোহনবাগানের একাধিক তারকা ফুটবলার। তবুও জয় পেতে সমস্যা হয়নি তাদের। ম্যাচের ১৮ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে লিড নেয় মোহনবাগান। ৬ মিনিটের মধ্যেই সমতা ফেরান ডায়মন্ড হারবারের লুকা মাজসেন। ৩৫ মিনিটে গোল দেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন লিস্টন কোলাসো। ৬৫ মিনিটে কাঙ্খিত গোল পান সাহাল। ৮০ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন জেসন কামিংস।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- ডায়মন্ড হারবার
- ডুরান্ড কাপ

