বাড়িতে আগমন খুদে রাজপুত্রের, কেক কেটে সেলিব্রেট করলেন মা শ্রেয়া ঘোষাল
Monday, May 31 2021, 8:13 am
Key Highlights২২শে মে দুপুরে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই আনন্দে মেতেছিলেন নেটনাগরিকরা। জন্মের ঠিক একসপ্তাহ পরেই সেই খুদেকে নিয়ে গৃহপ্রবেশ করলেন মা শ্রেয়া ঘোষাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সন্তানের জন্য আনা ওয়েলকাম কেক এর ছবি শেয়ার করলেন তিনি। সেলেব্রিটি শেফ মহেক মান্দলিকের তৈরী নীল-সাদা কেকটা সাজানো হয়েছে নানারকম টপিংস দিয়ে। বিভিন্ন মাপের বোতাম, টেডি বিয়ার এবং খেলনা ও একটা ফুল দিয়ে সাজানো হয়েছে সেই কেক। গায়ে রয়েছে এক সদ্যোজাতর পায়ের ছাপও।
- Related topics -
- সেলিব্রিটি
- শ্রেয়া ঘোষাল
- শিলাদিত্য মুখার্জী
- বেবি বয়

