Trump Tariff India | ট্রাম্পের শুল্কবানের জেরে ভারতে বাণিজ্য বন্ধ করছে অ্যামাজন-ওয়ালমার্ট-টার্গেট!
Friday, August 8 2025, 3:20 pm
Key Highlightsভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন! একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও।
রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারত থেকে আমদানি করা পণ্যে (বিশেষ করে পরিধেয় দ্রব্যে) যে বিপুল শুল্ক চাপবে, তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে। এর জেরে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। সূত্রের খবর, ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে ই কমার্স সংস্থা অ্যামাজন। দ্রব্যমূল্য বাড়তে থাকলে একই পথ অনুসরণ করতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও।

