দেশ

আগামী জানুয়ারি থেকেই নতুন বছরেই চালু হচ্ছে পোলিও টিকাকরণে ক্ষেত্রে নতুন নিয়ম

আগামী জানুয়ারি থেকেই নতুন বছরেই চালু হচ্ছে পোলিও টিকাকরণে ক্ষেত্রে নতুন নিয়ম
Key Highlights

পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে টিকাকরণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলো ভারত জেনে নিন বিস্তারিত

পোলিও মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে মোদী সরকার। ভারত সেক্ষেত্রে অনেকটাই সফল। ২০১১ সালের পর থেকে ভারতে পোলিও আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় নেই। কিন্তু করোনা সংক্রমণের ২ বছর যেন সবটাই থমকে গিয়েছিল। করোনা মহামারীর জেরে গত ২ বছর জন্ম নেওয়া সদ্যোজাতদের টিকাকরণে অনেকটাই ঘাটতি রয়ে গিয়েছিল। তাই ফের যদি পোলিও ফিরে আসে সেই আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা।

নতুন বছর থেকে পোলিও টিকাকরণের নিয়মে আনা হচ্ছে নতুন বদল

সদ্যোজাত শিশুদের সাধারণ ২টি পোলিও ডোজ দেওয়া হয় প্রথম কয়েক দিনের মধ্যে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই ডোজের পরিবর্তন আনছে। এবার ৩টি ডোজ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ১ জানুয়ারি থেকে সদ্যোজাত শিশুরা জন্মের পরে পরেই পোলিওর তিনটি ডোজ পাবে। নিয়ম অনুযায়ী সদ্যোগাজ শিশুর ৬ থেকে ১৪ সপ্তাহের মধ্যে পোলিও টিকার ২টি ডোজ দেওয়া হয়। কিন্তু এবার ১৪ সপ্তাহের পরে আরও একটি ডোজ দেওয়া হবে। অর্থাৎ ১৪ থেকে ৯ মাস বয়সের মধ্যে তৃতীয় পোলিও-র ডোজটি দেওয়া হবে।

ইতিমধ্যেই সব রাজ্যকে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি থেকে দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে তিনটি ডোজের পোলিও টিকাকরণ চলবে। তৃতীয় ডোজটি দেওয়ার জন্য আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। সব রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পৌছে গিয়েছে। গত কয়েক বছরের পোলিও সচেতনা এবং গ্রামে গঞ্জে পোলিও নিয়ে প্রচার করার জন্য ভারত পোলিও মুক্ত হতে পেরেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করেছে।

সেই পোলিও মুক্তি যাতে বজায় থাকে তাতে এই নয়া কর্মসূচি শুরু করেছে মোদী সরকার। পোলিও সংক্রমণের ফলে শিশু বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। সেকারণে বিশেষ করে গ্রামাঞ্জলে আরও বেশি করে পোলিও নিয়ে সচেতনতা প্রাচার করতে বলা হয়েছে। তাই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।