দেশ

PMJDY: মোদী সরকারের যোজনায় প্রতি মাসে মিলবে 3000 টাকা!

PMJDY: মোদী সরকারের যোজনায় প্রতি মাসে মিলবে 3000 টাকা!
Key Highlights

দেশের বিপুল অংশের মানুষ চাকরি ছাড়াও ব্যবসা ও অন্য জীবিকার সঙ্গে যুক্ত। যাদের মাসিক আয় ১৫০০০ টাকার কম এবং কোনও পেনশনেরও সুবিধা পান না। মূলত, তাঁদের জন্যই রয়েছে প্রধানমন্ত্রী মোদী সরকারের PM Jan Dhan Yojana।

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বার্ধক্য বয়সে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় একটি পেনশন প্রকল্প চালু করেছে, যার নাম "প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা" (PM-SYM)।

PM-SYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা হল একটি স্বেচ্ছাকৃত এবং অবদানমূলক পেনশন স্কিম। এই স্কিম অনুযায়ী গ্রাহক ৬০ বছর বয়সে পৌঁছানোর পর মাসিক ৩০০০ টাকার ন্যূনতম নিশ্চিত পেনশন পান। পেনশন গ্রহণকালীন সময়ে গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে আয়ের ৫০ শতাংশ পাওয়ার অধিকারী হবেন। উল্লেখ্য, শুধুমাত্র স্ত্রী-ই পারিবারিক পেনশনের জন্য যোগ্য।

এই স্কিমের আরেকটি দিক হল যে PM জন ধন অ্যাকাউন্টধারীরাও এই স্কিমের অধীনে পেনশন পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা এবং কী ভাবে PM জন ধন অ্যাকাউন্টের গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

১৮-৪০ বছর বয়সী ভারতীয় অসংগঠিত শ্রমিক যাদের মাসিক আয় প্রতি মাসে ১৫,০০০ টাকা বা তার কম, তাঁরা প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধনের জন্য যোগ্য। তবে PM-SYM নতুন পেনশন স্কিম (NPS), এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) স্কিম বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) এর সুবিধাভোগী হলে চলবে না। আয়করদাতা হলেও এই স্কিমের জন্য তিনি যোগ্য বিবেচিত হবেন না।


Bihar Assembly Elections | বিহার নির্বাচনের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার!
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
North Bengal | উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়লো দুধিয়া সেতু, ধস নেমেছে NH10-এ
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Breaking News | অনলাইনে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি-র বাজার! ১,৬৪৫ কেজি আতশবাজি বাজেয়াপ্ত দিল্লি পুলিশের