Singapore | ভারতীয়দের জন্য ৯৬ ঘণ্টার ‘ভিসা-ফ্রি ট্রানজ়িট ফ্যাসিলিটি’, বড় সুযোগ দিলো সিঙ্গাপুর!
Tuesday, January 27 2026, 2:54 pm

Key Highlightsভারতীয়দের জন্যে সিঙ্গাপুর সরকার নিয়ে এসেছে ‘ভিসা-ফ্রি ট্রানজ়িট ফ্যাসিলিটি’।
ভারতীয়দের জন্য সুখবর। ভারতীয়দের জন্যে সিঙ্গাপুর সরকার নিয়ে এসেছে ‘ভিসা-ফ্রি ট্রানজ়িট ফ্যাসিলিটি’। এর ফলে ভিসা ছাড়াই ভারতীয় পর্যটকরা সিঙ্গাপুরের যে কোনও জায়গায় একটানা ৯৬ ঘণ্টা বা ৪ দিন পর্যন্ত ঘোরার সুযোগ পাবেন। তবে যে সব যাত্রীরা সিঙ্গাপুরকে স্টপওভার হিসেবে ব্যবহার করবেন, কেবল মাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। অর্থাৎ ভারতীয়দের জন্যে এই নিয়ম তখনই কার্যকর হবে, যখন তাঁরা সিঙ্গাপুর হয়ে তৃতীয় কোনও দেশে যাবেন অথবা ফিরবেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভ্রমণ
- ভারত


