Padma Awards-Sports | পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীতরা! তালিকায় রয়েছেন খেলার জগতের কারা কারা?
Sunday, January 25 2026, 1:57 pm

Key Highlightsপদ্মশ্রী পাচ্ছেন ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও মহিলা দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর।
পদ্ম পুরস্কারের জন্য ১৩১ জনের নাম ঘোষণা করা হয়েছে। ক্রীড়া জগতের মোট ৯ জন এ বার পদ্ম পুরস্কার পাচ্ছেন। ক্রীড়া জগত থেকে মোট ৯ জন ব্যক্তিত্বকে পদ্ম সম্মান দেওয়া হবে। এবারে পদ্মশ্রী দেওয়া হচ্ছে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও মহিলা দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর। একনজরে গোটা তালিক। পদ্মভূষণ: বিজয় অমৃতরাজ। পদ্মশ্রী: বলদেব সিং, ভগবানদাস রাইকওয়ার, রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, কে পাজানিভেল, প্রবীণ কুমার, সবিতা পুনিয়া, ভ্লাদিমির মেস্তভিরিশভিলি (মরণোত্তর)।
- Related topics -
- খেলাধুলা
- পদ্মশ্রী
- পদ্মভূষণ
- ক্রিকেট
- ক্রিকেটার
- অন্য খেলা
- রোহিত শর্মা
- রোহিত শর্মা
- হরমনপ্রীত কউর


