খেলাধুলা

ODI Cricket World Cup 2023 | ৩০২ রানের ব্যবধানে 'নির্দয়ভাবে' শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ভারত! ৫ উইকেট নিয়ে ইতিহাস লিখলেন শামি!

ODI Cricket World Cup 2023 | ৩০২ রানের ব্যবধানে 'নির্দয়ভাবে' শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ভারত! ৫ উইকেট নিয়ে ইতিহাস লিখলেন শামি!
Key Highlights

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত সর্বাধিক রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালো ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড। ভারত বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে ৫ উইকেট নিয়ে ভারতীয় সর্বাধিক উইকেট শিকারি হওয়ার নজির গড়লেন মহম্মদ শামি।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ শেষ চারে নিজেদের স্থান নিশ্চিত করলো টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৩০২ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নাম লিখলো ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)। গতকাল ভারত বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ (India vs Sri Lanka Cricket Match) কেবল 'মেন্ ইন ব্লু'কে সেমিফাইনালে তোলার জন্যই নয়, চলতি বিশ্বকাপে রেকর্ড গড়ার জন্যও বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ এতো বেশি রানের ব্যবধানে এটাই বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়।

ওয়াংখেড়ের স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারত বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ (India vs Sri Lanka Cricket Match) এ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জজানায় শ্রীলঙ্কা। ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) ব্যাট হাতে নামলে দ্বিতীয় বলেই মাত্র ৪ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma)। তবে এরপর মাঠে নেমে দলের চিন্তা দূর এবং শ্রীলঙ্কার চিন্তা বাড়িয়ে দেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় উইকেটের জুটিতে কোহলি-শুভমন তোলেন ১৮৯ রান। কোহলি  ৯৪ বলের ইনিংসে ১১টি ছয় মেরে এক তোলেন ৮৮ রান। অন্যদিকে, ৯২ বলে ৯২ রানের ইনিংস করেন শুভমন। একটুর জন্যই সেঞ্চুরি হাতছাড়া হয় গিলের। এই জুটির সেঞ্চুরি করার পথে বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার বোলার দিলশান মদুশঙ্ক। অন্যদিকে, ৩টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮১ রানের ইনিংস করে ভারতের রানকে শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান শ্রেয়স আয়ার (Shreyas Iyer)।পাশাপাশি ১২ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ২৪ বলে ৩৫ রান করেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। একে একে মাঠে নেমে ৮ উইকেটে ৩৫৭ রান তোলে টিম ইন্ডিয়া।

বিশাল রান তারা করার লক্ষ্যে ব্যাট হাতে নামে শ্রীলঙ্কা। তবে টিম ইন্ডিয়ার ব্যাটাররা যেভাবে রান তোলেন তার থেকে খেলায় নির্দয়ভাবে শ্রীলঙ্কার ব্যাটারদের আউট করেন ভারতীয় বোলাররা। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি তিন জনে পর পর আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার  পাথুম নিশঙ্ক , দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রম, দাসুন হেমন্ত, দুষ্মন্ত চামিরারাকে শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়। এদিকে  মেন্ডিস, চরিথ আশালঙ্ক  আউট হন ১ রানে। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি। 

ভারতের ৩৫৭ রানের জবাবে ২২ রানে ৭ উইকেট পড়ে যাওয়া পর কার্যত জয়ের আশা ছেড়ে দেয়  শ্রীলঙ্কা। বলতে গেলে মান রক্ষার জন্যই বাকি খেলাটা খেলে শ্রীলঙ্কা। এভাবেই অবশেষে ১৯.৪ ওভারে ৫৫ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। উল্লেখ্য, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এই ম্যাচেই সর্বাধিক ব্যবধানে জয় লাভ করে ভারত। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ২৫৭ রানে বারমুডার বিরুদ্ধে জিতেছিল অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ভারত। 

প্রসঙ্গত, এদিনের ম্যাচের পর ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার নজির গড়ে ফেললেন বাংলার পেসার। শামির আগুন পারফর্মেন্সের প্রসংশা করছেন সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের ৫ উইকেট নিয়েছেন মহম্মদ শামির। কেবল তিনটি ম্যাচেই ভারতীয় পেসার নিয়েছেন ১৪ উইকেট। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয় হলেন মহম্মদ শামি।কেবল ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের মঞ্চে শুধু ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়াই নয়, বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকাতেও প্রথম ১০ বোলারের মধ্যে ঢুকে পড়েছেন মহম্মদ শামি। এই তালিকায় ৭১ উইকেট নিয়ে প্রথমেই রয়েছেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ( Glenn McGrath)। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে তারকা বোলাররা খেলছেন, তাদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার সেরা দশে রয়েছেন মিচেল স্টার্ক (৫৬) ও ট্রেন্ট বোল্ট (৪৯)। এবার এই তালিকায় নাম লেখালেন শামিও।

বর্তমানে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর প্রথমস্থানেই রয়েছে ভারত। চলতি বিশ্বকাপে সর্বপ্রথম সেমিফাইনালে নাম লিখিয়েছে টিম ইন্ডিয়াই। এছাড়াও ৭টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই জিতে ১৪ পয়েন্ট রয়েছে ভারতের কাছে। এই তালিকার দ্বিতীয়স্থানে ৬টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সাউথ আফ্রিকা।৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এ পঞ্চম ও ষষ্ঠ স্থানে ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সপ্তম-অষ্টম এবং নবম-দশম স্থানে যথাক্রমে ৪ ও ২ পয়েন্ট নিয়ে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ড-বাংলাদেশ, ইংল্যান্ড।


Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
Argan | মরক্কোর বিশেষ গাছ থেকে তৈরী হয় এই ‘লিকুইড গোল্ড’! সঠিকভাবে আর্গান তেল ব্যবহার করলে সোনার মতোই দেখাবে ত্বক ও চুল!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla