Local Train Cancel | তিন দিনব্যাপী চলবেনা লোকাল ট্রেন! ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনের যাত্রীদের

Sunday, January 4 2026, 7:36 am
Local Train Cancel | তিন দিনব্যাপী চলবেনা লোকাল ট্রেন! ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনের যাত্রীদের
highlightKey Highlights

হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।


বাতিল ট্রেনগুলি: রবিবার ৩৭৩৭৩ হাওড়া গোঘাট, ৩৭৩৭৪ গোঘাট হাওড়া, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট, ৩৭৪২১ তারকেশ্বর আরামবাগ, ৩৭৩৭২ গোঘাট তারকেশ্বর, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর, ৩৭৪২২ আরামবাগ তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া গোঘাট, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর বাতিল হয়েছে। সোমবার ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File