Gujarat | ইন্দোরের পর এবার গুজরাট, দূষিত জল খেয়ে টাইফয়েডে আক্রান্ত শিশু, মহিলা-সহ ১০৪

Sunday, January 4 2026, 5:51 am
Gujarat | ইন্দোরের পর এবার গুজরাট, দূষিত জল খেয়ে টাইফয়েডে আক্রান্ত শিশু, মহিলা-সহ ১০৪
highlightKey Highlights

দূষিত জল খেয়ে গত ৫ দিনের মধ্যে গান্ধীনগরে শিশু, মহিলা সহ মোট ১০৪ জনের টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।


সম্প্রতি নর্দমা শৌচালয়ের বজ্র মিশ্রিত জল খেয়ে ইন্দোরের ভগীরথপুরায় ২০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। এবার দূষিত জল খেয়ে গত ৫ দিনের মধ্যে গান্ধীনগরে শিশু, মহিলা সহ মোট ১০৪ জনের টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। সরকারি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৮ বছরের কম। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভী জানিয়েছেন, অসুস্থদের চিকিৎসার জন্য প্রশাসনের তরফে ২২ জন চিকিৎসকের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোথা থেকে গান্ধীনগরের জলে দূষণ ছড়াল তা খতিয়ে দেখছে পুরসভা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File