Nipah Virus News | কেরলের নিপা ভাইরাস কলকাতায়! নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবক! জানুন এই ভাইরাসের উপসর্গ কী কী?

Tuesday, September 26 2023, 7:42 am
highlightKey Highlights

নিপা ভাইরাস আক্রান্তের সন্দেহে কলকাতার হাসপাতাযে ভর্তি কেরলের যুবক। জ্বর এবং শ্বাসকষ্টই হতে পারে কেরল ভাইরাস বা নিপা ভাইরাসের উপসর্গ।


নতুন করে ভয় দেখাচ্ছে  নিপা ভাইরাস (Nipah Virus)। সম্প্রতি সময়ে কেরালায় নিপা ভাইরাসের (Nipah virus in Kerala) বাড়বাড়ন্তের খবর আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ, এমনকি বিশ্বে। তবে এবার এই 'কেরালা ভাইরাস' (Kerala Virus) বা নিপা ভাইরাস এবার শহর কলকাতাতেও! সূত্রের খবর, নিপা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন কেরল থেকে আসা এক পরিযায়ী শ্রমিক।

নিপা ভাইরাস আক্রান্তের সন্দেহে কলকাতার হাসপাতাযে ভর্তি কেরলের যুবক
নিপা ভাইরাস আক্রান্তের সন্দেহে কলকাতার হাসপাতাযে ভর্তি কেরলের যুবক

হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত সন্দেহে ভর্তি ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা।  ২৬ বছরের ওই যুবক ১১ দিনের বেশি টানা জ্বরে আক্রান্ত। জানা গিয়েছে,  ফুসফুসে সংক্রমণও রয়েছে। অসুস্থ ওই ব্যক্তির দুটি পা-ই ফোলা। তবে সবথেকে আতঙ্কের খবর, কেরলে ওই যুবক যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের মেডিসিনের আউটডোরে (National Medical College's Medicine Outdoor) যান ওই যুবক। এরপর চিকিৎসক তাঁকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। এরপর গতকাল বিকেলে বেলেঘাটা আইডি-র আইসোলেশন কেবিনে ভর্তি করা হয় যুবককে।

Trending Updates
 কেরলে ওই যুবক যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত
 কেরলে ওই যুবক যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত

 যদিও নিপা-আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তির পর ৪ দিন কেটে গেলেও এখনও নমুনা পাঠানো হয়নি পুণের এনআইভি (NIV) তে। তবে খুব তাড়াতাড়ি নমুনা পাঠানো হবে বলে জানিয়েছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ। নিপা ভাইরাসে আক্রান্ত কিনা, তা জানার কোনও উপায় নেই পশ্চিমবঙ্গে। কারণ, এখনও পূর্ব ভারতে এরকম কোনও পরিকাঠামোই গড়ে ওঠেনি।  মানুষের শরীরে নিপা ভাইরাস সংক্রমণকে চিহ্নিত করার জন্য ভরসা করতে হয়, পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology, Pune) এর ওপর। 

৪ দিন কেটে গেলেও এখনও নমুনা পাঠানো হয়নি পুণের এনআইভি-তে
৪ দিন কেটে গেলেও এখনও নমুনা পাঠানো হয়নি পুণের এনআইভি-তে

উল্লেখ্য, সম্প্রতি কেরলে নিপা ভাইরাসের (Nipah virus in Kerala) আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসের (Nipah Virus in Kerala) জেরে মৃত্যু হয়েছে দুজনের। কেরল ভাইরাস (Kerala Virus) বা নিপা ভাইরাসের সন্ধান মিলতেই গোটা রাজ্যে জারি করা হয় সতর্কতা। সংক্রমণ রুখতে সাতটি গ্রামকে গণ্ডিবদ্ধ এলাকা অর্থাৎ কনটেনমেন্ট জ়োন বলে ঘোষণা করা হয়েছে। 

সম্প্রতি কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে
সম্প্রতি কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে

কেরল ভাইরাস বা নিপা ভাইরাস কী? । What is Kerala virus or Nipah virus?

বিশেষজ্ঞদের অনেকের অভিমত, যে সব বাদুড় ফল খায়, সেই ‘ফ্রুট ব্যাট’ থেকেই ছড়ায় নিপা ভাইরাস (Nipah virus News)। নিপায় আক্রান্ত বাদুড়ে খাওয়া ফল খেলে এই ভাইরাস আসতে পারে মানুষের শরীরে। অনেক সময় খেজুর গাছে রসের হাঁড়িতে মুখ দেয় বাদুড়। সেই রস খেলেও নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে। এছাড়াও নিপা আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও এই রোগ ছড়াতে পারে।

 যে সব বাদুড় ফল খায়, সেই ‘ফ্রুট ব্যাট’ থেকেই ছড়ায় নিপা ভাইরাস
 যে সব বাদুড় ফল খায়, সেই ‘ফ্রুট ব্যাট’ থেকেই ছড়ায় নিপা ভাইরাস

নিপা ভাইরাসের উপসর্গ । Symptoms of Nipah virus :

এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে যে উপসর্গ মূলত লক্ষ্য করা যায় সেগুলির মধ্যে অন্যতম হল জ্বর এবং শ্বাসকষ্ট। তাৎপর্যপূর্ণভাবে করোনাভাইরাসের ক্ষেত্রেও এই দুই উপসর্গ লক্ষ্য করা যায়। এছাড়াওকেরল ভাইরাস (Kerala virus) বা নিপা ভাইরাস (Nipah virus News) দ্বারা আক্রান্ত হলে  কফ,বমি ভাব, মাথার যন্ত্রণার মতো উপসর্গও দেখা যায়। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির জ্বর বাড়লে অনেক সময় বিলাপ করা শুরু করেন। তাঁদের খিঁচুনির মতো সমস্যাও শুরু হয়। এক্ষেত্রে একেবারে শেষ পর্যায়ে স্মৃতি লোপ পেতে পারে।

নিপা ভাইরাসের স্ট্রেন  ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও
নিপা ভাইরাসের স্ট্রেন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও

প্রসঙ্গত,  ১৯৯৮ সালে প্রথম মালয়েশিয়ায় (Malaysia) এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল। এরপর ২০০৭ সালে নদিয়ায় নিপা সংক্রমণে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছিল। ২০০১ সালে শিলিগুড়িতে ছড়ায় নিপা সংক্রমণ। এবার ইতিমধ্যেই কেরলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই ভাইরাস। নিপা ভাইরাসের স্ট্রেন  ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও (Bangladesh)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File