Ayodhya Ram Mandir | অযোধ্যা রামমন্দিরে বসল স্বর্ণকপাট! রামলালার জন্য তৈরী হবে ৭০০০ কেজির হালুয়া! দেখুন কেমন চলছে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি!

Wednesday, January 10 2024, 1:31 pm
highlightKey Highlights

২২ সে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে তুঙ্গে চলছে প্রস্তুতি। দেখুন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি কতদূর এবং এই নিয়ে নানান আকর্ষণীয় বিষয়।


 'রামলালা'র প্রাণ প্রতিষ্ঠা এবং অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir inauguration) নিয়েই তোড়জোড় চলছে গোটা দেশ জুড়ে। দেশের নানান প্রান্ত থেকে মন্দিরের উদ্বোধনের দিন আমন্ত্রণ পেয়েছেন তারকা থেকে শুরু করে বিশেষ মানুষজন। দেশের নানান জায়গা থেকে রামলালা ও রাম  মন্দিরের জন্য আসছে নানান জিনিস। এরই মধ্যে অযোধ্যায় রামমন্দিরে বসল স্বর্ণকপাট। পাশাপাশি  ভগবান শ্রী রামের দর্শনে আগত ভক্তদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং পরিষেবা দেওয়ার প্রস্তুতি চলছে। দেখে নিন অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) এর জন্য এখনও পর্যন্ত কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে ও বিশেষ চমক।

২২সে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে 
২২সে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে 

নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহের উপরের তলায়, ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া ওই 'স্বর্ণকপাট' বসানো হয়েছে। তবে একটিই নয়, এরকম আরও ১৩টি স্বর্ণকপাট গর্ভগৃহের উপরের তলায় মন্দিরে বসানো হবে আগামী তিন দিনে। উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন, অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) এর গর্ভগৃহের উপরের তলে এমন আরও স্বর্ণকপাট বসানো হবে। সব মিলিয়ে মোট ৪৬টি স্বর্ণ কপাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এর মধ্যে ৪২টি দরজায় সোনার প্রলেপ রয়েছে। জানা গিয়েছে, এই স্বর্ণকপাটের জন্য ১০০ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। প্রকাশ্যে আসা স্বর্ণকপাটের ছবিতে দেখা গিয়েছে, স্বর্ণকপাটের দুই দিকে দু'টি হাতির নকশা রয়েছে। শুঁড় তুলে দাঁড়িয়ে রয়েছে তারা। যেন খানিকটা অতিথিদের স্বাগত জানানোর মতো ভঙ্গিতে। এর উপরে রয়েছে একটি পদ্ম। দরজার উপরিভাগের নকশা প্রাসাদের মতো। সেখানে দুই পরিচারকের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। হাতজোড় করে নমস্কার জানাচ্ছেন তাঁরা। দরজার নীচের দিকেও কারুকার্য রয়েছে। এর পাশাপাশি মন্দির ট্রাস্টের তরফে জটায়ুর মূর্তিও সামনে আনা হয়েছে, রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বলে কথা।

 রামমন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বসলো ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া স্বর্ণকপাট 
 রামমন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বসলো ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া স্বর্ণকপাট 

রুপোর পাদুকা : 

এদিকে ২২সে জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir inauguration) এর আগেই ‘রামের’ পাদুকা নিয়ে রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন হায়দরাবাদের চরলা শ্রীনিবাস শাস্ত্রী। মাথায় রুপোর পাদুকা নিয়ে ১৩০০ কিলোমিটার পথ হেঁটে অযোধ্যা পৌঁছনোর পরিকল্পনা করেছেন তিনি। ২০২৩ সালের ২৮ সে অক্টোবর অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভেদুরপাক গ্রাম থেকে মাথায় রুপোর তৈরি পাদুকা নিয়ে পদযাত্রা শুরু করেছেন তিনি। জানা গিয়েছে, পাদুকা দু’টি মাথায় নিয়ে প্রতি দিন ৩৮ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন চরলা। এভাবেই আগামী ১৩ই জানুয়ারি রাম জন্মভূমিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে তাঁর।

রুপোর তৈরি এই পাদুকার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। আর এক একটি পাদুকার ওজন আট কিলোগ্রাম। জানা গিয়েছে, রুপো দিয়ে পাদুকা দু’টি তৈরি হয়ে যাওয়ার পর তা সোনার পাতে মুড়িয়ে ফেলার পরিকল্পনা করেছেন চরলা। সোনার পাতে মোড়ানোর পর পাদুকাজোড়ার এক একটির ওজন বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ কিলোগ্রাম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শনের সময় রুপোর পাদুকাজোড়া মন্দিরের ভিতর রাখতে পারবেন চরলা। এই প্রথম নয়, এর আগেও অযোধ্যা রামমন্দিরে মূল্যবান বস্তু দান করেছেন চরলা। মন্দির শিলান্যাসের সময় আটটি রুপোর ইট মন্দিরে দান করেছিলেন তিনি। প্রতিটি ইটের ওজন ছিল আড়াই কিলোগ্রাম।

১৩০০ কিমি পথ হেটে ১ কোটি ২০ লক্ষ টাকার ‘রামের’ পাদুকা নিয়ে রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন হায়দরাবাদের চরলা শ্রীনিবাস শাস্ত্রী
১৩০০ কিমি পথ হেটে ১ কোটি ২০ লক্ষ টাকার ‘রামের’ পাদুকা নিয়ে রাম জন্মভূমিতে পৌঁছচ্ছেন হায়দরাবাদের চরলা শ্রীনিবাস শাস্ত্রী

৭০০০ কেজির হালুয়া :

পুরাণ মতে, অযোধ্যায় মন্দির উদ্বোধন উপলক্ষে রামের জন্য সাত হাজার কেজি ভোগ তৈরি করার জন্য মনস্থির করেছেন নাগপুরের বাসিন্দা বিখ্যাত রন্ধনশিল্পী বিষ্ণু মনোহর। সেই ভোগ বিলি করা হবে দেড় লক্ষেরও বেশি দর্শনার্থীদের মধ্যে। বিষ্ণু জানান, রামের ভোগ হিসাবে সুজির হালুয়া তৈরি করবেন তিনি। তাতে থাকবে প্রায় ৯০০ কিলো সুজি, ১০০০ কিলো ঘি, ১০০০ কিলো চিনি, প্রায় ২০০০ লিটার দুধ এবং কয়েকশো কেজি ড্রাই ফ্রুট। এই ভোগ রাঁধার জন্য নিজেই তৈরি করিয়েছেন এক সুবিশাল কড়াই। যার ওজন প্রায় ১৪০০ কেজি। বিষ্ণুর দাবি, এই কড়াইয়ে অনায়াসে ৭০০০ কেজি বা ১২ হাজার লিটার রান্না করা সম্ভব।

এক লক্ষ বিশেষ লাড্ডু :

২২সে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় এক লাখ ছোট লাড্ডু পাঠানোর সিদ্ধান্ত নিল তিরুমালা তিরুপতি দেবস্থানামস। উত্তরপ্রদেশের অযোধ‍্যার ওই শুভদিনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের মধ‍্যে বিতরণ করা হবে লাড্ডু। সাধারণত, তিরুমালা পাহাড়ের মন্দিরে ভক্তদের সরবরাহ করা হয় এই বিশেষ লাড্ডু। ওজন হয় ১৭৬ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে। তবে অযোধ‍্যায় মিনি লাড্ডু বা ছোট লাড্ডু পাঠান হবে। যার ওজন হবে ২৫ গ্রাম। বিশেষ মিনি লাড্ডু তৈরি করা হবে পোতুতে (পবিত্র প্রসাদ প্রস্তুত করার জন্য তিরমুলার রান্নাঘর) শিরনে। টিটিডির এক্সিকিউটিভ অফিসার ধর্মা রেড্ডি এই বিষয়ে জানান,  অযোধ্যায় অনুষ্ঠানে যোগদানকারী ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য এক লক্ষ বিশেষ লাড্ডু প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক লক্ষ বিশেষ লাড্ডু প্রস্তুত করার সিদ্ধান্ত নিলো তিরুমালা তিরুপতি দেবস্থানামস
এক লক্ষ বিশেষ লাড্ডু প্রস্তুত করার সিদ্ধান্ত নিলো তিরুমালা তিরুপতি দেবস্থানামস

অযোধ্যার কোণে কোণে রাম কাহিনী :

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের সূচনা হতে চলেছে। তবে তার আগেই লোকজন ভিড় জমাতে শুরু করবেন রামভূমিতে। তাই দিনরাত এক করে অযোধ্যাকে সাজিয়ে তুলছেন শিল্পীরা। অযোধ্যার প্রতিটি কোণে নতুন রং  দিতে যোধ্যা-গোরক্ষপুর জাতীয় সড়কের ধারে ওভার ব্রিজে রামায়ণের নানা কথা ছবির আকারে ফুটিয়ে তোলা হচ্ছে। রং তুলিতে মূর্ত হচ্ছে সেই রামকথা। নগর নিগমের আওতাধীন সমস্ত উড়ালপুলের দুই পাশে রামের প্রসঙ্গ তুলে নানা ছবি আঁকছেন মধ্য প্রদেশ থেকে আসা চিত্রশিল্পীরা। রামের জন্মকথা থেকে লবকুশের কাহিনী পর্যন্ত বিভিন্ন জায়গায় তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে। রামের জন্ম, রামের বনে গমন, সীতাহরণপর্ব থেকে শুরু করে মহর্ষি বাল্মীকি বা রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসের নানা গল্প আঁকা হচ্ছে।

১০৮ ফুট লম্বা ধূপকাঠি :

রামমন্দিরের জন্য গুজরাটের ভাদোদারাতে তৈরী হচ্ছে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন এই ধূপকাঠি জ্বালানো হবে। এই ধূপ জ্বালানো হলে ৪৫দিন ধরে তা জ্বলবে। বিরাট ট্রেলার ট্রাককে গাড়িতে চাপিয়ে এই ধূপ নিয়ে যাওয়া হবে অযোধ্যায়। নির্দিষ্ট প্রটোকল মেনে এই ধূপকাঠি নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, এই ধূপের ওজন প্রায় ৩৫০০ গ্রাম। বিহাভাই ভারোয়াদ তারসাইল এলাকার বাসিন্দা কার্যত একা হাতে বানিয়েছেন এই বিশাল ধূপকাঠি। গত ৬ মাস ধরে বাড়ির সামনের মাঠে এই ধূপকাঠি তৈরি করেছেন তিনি। এর আগে তিনি ১১১ ফুট ধূপকাঠি তৈরি করেছিলেন। এবার রামলালার জন্য তিনি তৈরী করেন ১০৮ ফুট লম্বা ধূপকাঠি। সব মিলিয়ে ৩০০০ কেজি গোবর, ৯১কেজি গরুর দুধ থেকে তৈরি ঘি, ২৮০ কেজি দেবদারু গাছের ছাল সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই ধূপ। স্থানীয় এমপি রঞ্জনবেন ভাট ও তাঁর টিম দিনের পর দিন সহযোগিতা করে গিয়েছেন। আর শিল্পী নিজে রোজ অন্তত দু তিন ঘণ্টা ধরে কাজ করে গিয়েছেন।প্রায় ১৮০০ কিমি রাস্তা পার করে ওই ধূপ নিয়ে যেতে হবে।

রামমন্দিরের জন্য গুজরাটের ভাদোদারাতে তৈরী হচ্ছে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি
রামমন্দিরের জন্য গুজরাটের ভাদোদারাতে তৈরী হচ্ছে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি

অযোধ্যা রেলওয়ে স্টেশন :

ভগবান শ্রী রামের দর্শনে আগত ভক্তদের বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং পরিষেবা দেওয়ার প্রস্তুতি চলছে তুঙ্গে। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও এখনকার অযোধ্যা রেলওয়ে স্টেশন (Ayodhya Railway Station)টিকেও বিমানবন্দরের মতো বিশ্বমানের রূপ দেওয়া হয়েছে। সম্প্রতি অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে জংশন (Ayodhya Dham Railway Junction)। শিশু যত্ন কেন্দ্র, অসুস্থ ব্যক্তিদের জন্য আলাদা কেবিন, পর্যটন তথ্য কেন্দ্রের পাশাপাশি দেশের বৃহত্তম কনকোর্স সেটআপও তৈরি করা হয়েছে অযোধ্যা জংশন (Ayodhya Junction)এ। এখানকার ইনফ্যান্ট কেয়ার রুমে যাত্রীরা তাঁদের নবজাতক বা দুগ্ধজাত শিশুদের জন্য সব ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন। একইভাবে যাত্রার সময় কোনও ব্যক্তি কোনোভাবে আহত হলে বা কোনও ধরনের সমস্যায় পড়লে তাঁর জন্য সিক রুমে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে। একই সঙ্গে, যাত্রী সুবিধা ডেস্ক এবং পর্যটন তথ্য কেন্দ্রের সহায়তায়, এখানে আগত ভ্রমণকারীরা শ্রী রাম মন্দির সহ এলাকার প্রতিটি আধ্যাত্মিক এবং পর্যটন স্থান পরিদর্শন এবং সেখানে পৌঁছানোর উপায় সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। . এই সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে গ্রাউন্ড ফ্লোরে। এটি সম্পূর্ণভাবে G+2 মডেলে (গ্রাউন্ড প্লাস মিডল এবং ফার্স্ট ফ্লোর) তৈরি করা হয়েছে। এছাড়াও ক্লোক রুম, ফুড প্লাজা, ওয়েটিং হল, সিঁড়ি, এস্কেলেটর, লিফট এবং টয়লেট সহ অন্যান্য আরও সুবিধা দেওয়া হবে অযোধ্যা রেলওয়ে স্টেশন (Ayodhya Railway Station) এ।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যা রেলওয়ে স্টেশনটিকেও বিশ্বমানের রূপ দেওয়া হয়েছে
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যা রেলওয়ে স্টেশনটিকেও বিশ্বমানের রূপ দেওয়া হয়েছে

অযোধ্যা জংশন (Ayodhya Junction) স্টেশনের মাঝ তলায় তৈরি করা হয়েছে রিটায়ারিং রুম, লেডিস ডরমিটরি, এসি রিটায়ারিং রুম, জেন্টস্ ডরমিটরি, সিঁড়ি, রিলিভিং স্টাফদের জন্য থাকার ঘর, স্টেশন মাস্টার এবং মহিলা স্টাফ রুম। একই সঙ্গে দেশের সর্ববৃহৎ কনকোর্স সেটআপও তৈরি করা হচ্ছে প্রথম তলায়। এছাড়াও প্রথম তলায় ফুড প্লাজা, ওয়েটিং হল, টয়লেট, পানীয় জল, এসকেলেটর, লিফট, স্টাফ রুম, দোকান, ওয়েটিং রুম এবং এন্ট্রি ব্রিজের মতো সুবিধাও দেওয়া হবে। এমনকি প্রতিবন্ধীদের জন্য অনেক বিশেষ ধরনের টয়লেটও প্রস্তুত করা হয়েছে।  উল্লেখ্য, অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। প্রথম পর্যায়ে নির্মিত ভবনটিতে শ্রী রাম মন্দিরের মতো দেখতে একটি দারুণ আকর্ষণীয় স্থাপত্য তৈরি করা হয়েছে। স্টেশন চত্বরের বাইরের বড় কমপ্লেক্সটিও জাঁকজমকভাবে সজ্জিত।

আমন্ত্রিত অতিথি :

মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যে ভিড় উপচে পড়তে পারে, সেই আশঙ্কা আগে থেকেই করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টেও দাবি করা হয়েছে যে, শহরের বেশির ভাগ হোটেলেই তিন দিন অর্থাৎ, ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বুকিং করে রেখেছেন বহু মানুষ। উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তেরা। তবে দর্শনার্থীদের পাশাপাশি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন দেশের অসংখ্য নেতা থেকে শুরু করে তারকা, বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, সঞ্জয় লীলা ভন্সালী, মধুর ভান্ডরকর, টাইগার শ্রফ, রাজকুমার হিরানি, আয়ুষ্মান খুরানা, অজয় দেবগন, সানি দেওল, কঙ্গনা রানাউতের মতো বলি তারকারা। বলি তারকাদের পাশাপাশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দক্ষিণী তারকা রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহনলাল, ধনুশ, যশ, ঋষভ শেট্টি এবং প্রভাসকেও। আশির দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ হিন্দি ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অরুণ এবং দীপিকাকেও।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিগণ 
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিগণ 

পাশাপাশি, এছাড়াও শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি থেকে শুরু করে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রতন টাটা, মুকেশ অম্বানী, গৌতম আদানির মতো শিল্পপতিরা। বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন আমন্ত্রিতদের তালিকায়। বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন ইকবাল আনসারি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে থাকা ইকবালকেও অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

প্রসঙ্গত, আগামী ২২সে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিনই 'রামলালা' অর্থাৎ ভগবান রামের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রাণপ্রতিষ্ঠার দিন সব স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। ওইদিন বেলা ১২টা বেজে ১৫ মিনিটে ওই দিন আচার-অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সেদিন অযোধ্যায় ৭ হাজারের বেশি মানুষ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাঁদের মধ্যে ৩ হাজার ভিভিআইপি অতিথিও রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File